1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
কুমিল্লায় বাস দুর্ঘটনায় আহত চালক, প্রাণে রক্ষা পেল ৭০ শিক্ষার্থী - Dainik Cumilla
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় বকশিসে টাকা ভাগাভাগি নিয়ে সহকর্মীকে হত্যার দায়ে আরেক সহকর্মীর যাবজ্জীবন কারাদণ্ড কুমিল্লায় আ. লীগ নেতা জাকির গ্রেপ্তার কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৭ কিলোমিটারজুড়ে তীব্র যানজট কুমিল্লা টেলিস্কোপের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদ্‌যাপন। কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে কমপ্লিট শাটডাউন ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজার মেশিনে মাটি উত্তোলন: এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক নির্মানে অনিয়ম, দুদকের অভিযান কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে গাঁজা সরবরাহ করতে গিয়ে দর্শনার্থী নিজেই কারাগারে কুমিল্লায় বিভিন্ন বাহিনীর চাকরির নামে প্রতারণা চক্রের দালালসহ ১৩ জন গ্রেফতার লাকসামে নিখোঁজের ১ দিন পর পুকুরে মিলল ২ শিশুর মরদেহ

কুমিল্লায় বাস দুর্ঘটনায় আহত চালক, প্রাণে রক্ষা পেল ৭০ শিক্ষার্থী

  • প্রকাশিতঃ বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
  • ২৪৬ বার পঠিত

নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার বুড়িচং উপজেলায় আজ বুধবার (৩ জানুয়ারি) সকালে একটি বাস দুর্ঘটনায় আহত হয়েছেন চালক। তবে বাসের ৭০ জন শিক্ষার্থী বাস থেকে লাফিয়ে প্রাণে বেঁচে গেছেন।

স্থানীয় ও ভুক্তভোগীদের সূএে জানা গেছে, কোম্পানীগঞ্জ থেকে ভিক্টোরিয়া কলেজে যাচ্ছিলো সুগন্ধা নামের একটি বাস। বুড়িচং উপজেলার দেবপুর বাজারে এসে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি একটি ট্রাকে ধাক্কা দেয়। এতে বাসের ইঞ্জিনে আগুন ধরে যায়।

আগুন ধরে যাওয়া বাস থেকে লাফিয়ে নেমে প্রাণ বাঁচেন শিক্ষার্থীরা। তবে চালক বাসের মধ্যে আটকা পড়ে যান। স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনার পর চালককে উদ্ধার করা হয়।

দুর্ঘটনার পর দেবপুর বাজারের একজন ব্যবসায়ীর তোলা তিন মিনিটের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ভিডিওতে দেখা যায়, আগুন ধরে যাওয়া বাসের জানালা দিয়ে লাফিয়ে নামছেন ছাত্র-ছাত্রীরা। বাসের ইঞ্জিনে আগুনের ধোঁয়া, সামনের কাচ ভাঙা। উপস্থিত মানুষজন চিৎকার চেঁচামেচি করছেন। তারা বলছেন, ড্রাইভার আটকে আছে, তাকে বের করো।

সুগন্ধা বাস মালিক মো. সালাউদ্দিন বিপ্লব বলেন, দুর্ঘটনায় চালকের পা আটকে কেটে গেছে। তবে ছাত্র-ছাত্রীদের তেমন কোনো ক্ষতি হয়নি।
ভিক্টোরিয়া কলেজ অধ্যক্ষ অধ্যাপক ড. আবু জাফর খান বলেন, বাসটি আমি দেখেছি। বাসের ক্ষতি হয়েছে। কোনো শিক্ষার্থী হতাহতের খবর আমরা পাইনি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD