তিতাস (কুমিল্লা) প্রতিনিধি.
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১ তিতাস-দাউদকান্দি আসনে স্বতন্ত্র প্রার্থী মাঈম হাসেনের ঈগল মার্কার নির্বাচনি অফিসের পোস্টার পোড়ানোর অভিযোগ উঠেছে। শুক্রবার ভোর রাতে তিতাস উপজেলা জিয়ারকান্দি ইউনিয়নের দড়িকান্দি পুর্ব পশ্চিম পাড়া ও মজিদপুর ইউনিয়নের শিবপুর স্টেশনে এই ঘটনা ঘটে বলে জানা গেছে।
স্বতন্ত্র প্রার্থী নাঈম হাসানের নির্বাচনী সমর্থক উপজেলা আ’লীগের সদস্য ও জিয়ারকান্দি ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি মো. আবুল হাসেম বলেন, শুক্রবার রাতের কোন এক সময় কে বা কারা অফিসে ঢুকে আগুন দিয়ে প্রায় ৮-১০ টি পোস্টার কেরোসিন ঢেলে পুড়ে ফেলে। ভোরে আমার স্ত্রী হাঁটতে এসে দেখে অফিস খোলা। আমাকে খবর দিলে আমি এসে দেখি কে বা কারা আগুন দিয়ে পোস্টার পুড়ে ফেলেছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
অপরদিকে উপজেলা মজিদপুর ইউনিয়নের শিবপুর স্টেশনে চেয়ার, টেবিল, ব্যানার ফেস্টুন নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ।
ঈগল প্রতীক সমর্থক জাহাঙ্গীর আলম সওদাগর বলেন, বৃহস্পতিবার রাত ১০ টায় আমি অফিস থেকে চলে যাই। কিন্তু শুক্রবার সকালে শুনি অফিসের আসবাবপত্র কিছুই নেই। ৩০টি চেয়ার, ২ টি টেবিল, ব্যানার, ফেস্টুন ও পোস্টার সব নিয়ে গেছে কে বা কাহারা।
এ ব্যাপারে তিতাস উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক উর রহমান জানান, উপজেলা দড়িকান্দিতে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার নাঈম হাসানের নির্বাচনী অফিসে পোস্টার পোড়ানোর খবর পেয়েছি, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।
তিতাস থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কান্তি দাস বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।
ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
২৯/১২/২৩/