1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
আগামী ৭ তারিখ নৌকায় ভোটদিয়ে আমাকে বিজয়ী করবেন: মুজিবুল হক এমপি - Dainik Cumilla
শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকাস্থ বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত কুমিল্লা-৯ নির্বাচনি আসন পুনর্বহাল ও খসড়া বাতিল দাবিতে মহাসড়ক অবরোধ জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে নাঙ্গলকোটে বিএনপির বিজয় র‌্যালী বুড়িচংয়ে মসজিদে নামাজরত যুবককে ছুরিকাঘাত: অভিযুক্ত ২ জন গ্রেপ্তার নাঙ্গলকোটে ইউপি সদস্য আলাউদ্দিন হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন আগামী দিনের বাংলাদেশ কীভাবে চলবে তা নির্বাচিত সংসদ সদস্য ও জনপ্রতিনিধিরাই ঠিক করবেন: ডা. জাহিদ হোসেন জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে লাকসামে জামায়াতের গণমিছিল বৃষ্টি উপেক্ষা করে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণ চৌদ্দগ্রামে জুলাই শহীদ জামশেদ ও মাওলানা শাহাদাতের কবর জিয়ারত করলো জামায়াত নাঙ্গলকোটে বৃষ্টিতে ভিজে জামায়াতের গণমিছিলে জনতার ঢল চৌদ্দগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জামায়াতের গণমিছিল

আগামী ৭ তারিখ নৌকায় ভোটদিয়ে আমাকে বিজয়ী করবেন: মুজিবুল হক এমপি

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৫ বার পঠিত

আল আমিন।। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক রেলপথ মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক মুজিব বলেন, গত দশদিন সমস্ত ঘুরে ঘুরে দেখলাম চৌদ্দগ্রামে শুধু নৌকার জোয়ার। মানুষের মাঝে ঈদের আনন্দ বিরাজ করছে। জনগণ অধীর আগ্রহে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য অপেক্ষা করছে। গোটা চৌদ্দগ্রামের মানুষ নৌকার পক্ষে ঐক্যবদ্ধ। আমার নেত্রী এবার ছাড়াও আরো ৭ বার আমাকে নমিনেশন দিয়েছেন। চারবার আমি পাশ করেছি। ৩ বার সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর সাহেব যিনি এখন বেঁচে নেই, তাহের সাহেব যিনি এখনো বেঁচে আছেন এবং আল্লাহ আরো বাঁচিয়ে রাখুন আমার কাছে ফেল করেছেন।

কাজী জাফর সাহেব, তাহের সাহেব তাঁদের দলের বড় নেতা কিন্তু এখন যারা আমার বিরুদ্ধে প্রার্থী হয়ে আমাকে গালিগালাজ করছে তারাকি তাঁদের চেয়েও বড় হয়ে গেছেন। আপনাদের কাছে বিচার দিয়ে গেলাম চৌদ্দগ্রামের মানুষ ভালো, তাঁরা বুদ্ধি বিবেক খাটিয়ে আগামী ৭ তারিখ নৌকায় ভোটদিয়ে আমাকে বিজয়ী করবেন এবং যাঁরা দলের সাথে বিশ্বাস ঘাতকতা করছে নৌকায় ভোট দিয়ে তাদের বিচার এ তিনি আরো বলেন, কিছুলোক আওয়ামীলীগ করে টিকেট না পেয়ে নৌকার বিরুদ্ধে চলে গেলেন, অন্য মার্কার ভোট করছেন তাদের আদর্শ ঠিক আছেকিনা আপনাদের কাছে বিচার দিলাম। দুইজন নেতা,একজন আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ কমিটির সদস্য তমিজ উদ্দিন সেলিম আরেকজন কেন্দ্রীয় সাবেক ছাত্রলীগ নেতা জসীম উদ্দিন দলের মনোনয়ন চেয়েছেন। না পেয়ে বললেন আমরা নেত্রীর কাছে টিকেট চেয়েছি দিলে ভোট করতাম। যেহেতু নেত্রী দেননি,মুজিব ভাইকে দিয়েছেন তাঁর পক্ষে আছি, তার জন্য কাজ করবো।এরা দলের পরীক্ষিত কর্মী এটাই পরীক্ষিত কর্মীর কাজ। যারা আওয়ামীলীগ করে নৌকার বাইরে চলে গেছেন তাদের প্রতি অনুরোধ, যদি সত্যিকারে বঙ্গবন্ধুর আদর্শ বিশ্বাস করেন,জননেত্রী শেখ হাসিনাকে যদি মানেন, নৌকার প্রতি যদি আপনাদের আস্থা থাকে তাহলে সব ছেড়েদিয়ে নৌকায় উঠে যান।

গতকাল বৃহস্পতিবার বিকেলে চৌদ্দগ্রামের উজিরপুর ইউনিয়নের মিঞাবাজার লতিফুন্নেছা উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে নৌকা মার্কার সমর্থনে আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে

তিনি এসব কথা বলেন। উজিরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মিয়া মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে এ সময় বক্তব্য রাখেন, চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জি এম মীর হোসেন মীরু, চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ বি এম এ বাহার, অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা ও দায়রা জজ আবুল কাশেম,স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য আবু তাহের, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সদস্য এম তমিজ উদ্দিন সেলিম,উপজেলা আওয়ামী সহ-সভাপতি আব্দুল বারিক, ইসহাক খান, সাংবাদিক মাহমুদুর রহমান খোকন, অধ্যাপক মফিজুর রহমান প্রমুখ।

এর আগে মুজিবুল হক এমপি চিওড়া ইউনিয়নের চিওড়া কাজী বাড়িতে বঙ্গবন্ধুর গনিষ্ঠ সহচর মুক্তিযুদ্ধের সংগঠক কাজী জহিরুল কাইয়ুম বাচ্চু মিয়া ও সাবেক প্রধানমন্ত্রী জাতীয় পার্টি নেতা কাজী জাফর আহমেদের কবর জিয়ারত করেন। এছাড়া তিনি চিওড়া গ্রামে বাতিসা ইউনিয়নের কালিকাপুর গ্রামে, কাশিনগর ইউনিয়নের দাতামা ও সাতবারিয়া গ্রামে গণসংযোগ সহ উঠান বৈঠক করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD