1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
নৌকা প্রতীকের বিজয় নিশ্চিতের মাধ্যমে বিশ্বাসঘাতকদের সমুচিত জবাব দিতে হবে : মুজিবুল হক এমপি - Dainik Cumilla
শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকাস্থ বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত কুমিল্লা-৯ নির্বাচনি আসন পুনর্বহাল ও খসড়া বাতিল দাবিতে মহাসড়ক অবরোধ জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে নাঙ্গলকোটে বিএনপির বিজয় র‌্যালী বুড়িচংয়ে মসজিদে নামাজরত যুবককে ছুরিকাঘাত: অভিযুক্ত ২ জন গ্রেপ্তার নাঙ্গলকোটে ইউপি সদস্য আলাউদ্দিন হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন আগামী দিনের বাংলাদেশ কীভাবে চলবে তা নির্বাচিত সংসদ সদস্য ও জনপ্রতিনিধিরাই ঠিক করবেন: ডা. জাহিদ হোসেন জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে লাকসামে জামায়াতের গণমিছিল বৃষ্টি উপেক্ষা করে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণ চৌদ্দগ্রামে জুলাই শহীদ জামশেদ ও মাওলানা শাহাদাতের কবর জিয়ারত করলো জামায়াত নাঙ্গলকোটে বৃষ্টিতে ভিজে জামায়াতের গণমিছিলে জনতার ঢল চৌদ্দগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জামায়াতের গণমিছিল

নৌকা প্রতীকের বিজয় নিশ্চিতের মাধ্যমে বিশ্বাসঘাতকদের সমুচিত জবাব দিতে হবে : মুজিবুল হক এমপি

  • প্রকাশিতঃ শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৮০ বার পঠিত

আল আমিন।।

কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক রেলপথ মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক মুজিব বলেন, আমি এমপি নির্বাচিত হয়ে চৌদ্দগ্রামে ব্যাপক উন্নয়ন করেছি, দিনরাত চৌদ্দগ্রামবাসীর সেবা করেছি। উন্নয়নের কারণে এবারও চৌদ্দগ্রামে নৌকার গণজোয়ার সৃষ্টি হয়েছে। ষড়যন্ত্র করে লাভ নাই, চৌদ্দগ্রামবাসী উন্নয়নের কারণে নৌকায় ভোট দিবে। তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়ন বান্ধব সরকার। বর্তমান সরকারের আমলে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। সকল মেগা প্রজেক্টগুলো এ সরকারের আমলেই বাস্তবায়িত হয়েছে। বর্তমানে কিছু প্রজেক্ট চলমান রয়েছে। এগুলো শেষ হলে দেশের চেহারা পাল্টে যাবে। অসাধারণ সফলতার দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে এ দেশের মানুষ নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনবে ইনশাআল্লাহ। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় আনতে হবে।

 

তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে আরো বলেন, দলের সিদ্ধান্ত উপেক্ষা করে বহিরাগত কারো পরামর্শে বিভ্রান্ত হবেন না। আগামী ৭ জানুয়ারি নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করার মাধ্যমে বিশ্বাসঘাতকদের সমুচিত জবাব দিতে হবে।

শুক্রবার সন্ধ্যায় চৌদ্দগ্রাম উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের খিরনশাল ফাযিল (ডিগ্রি) মাদরাসা মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে নৌকা মার্কার সমর্থনে  নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুন্সীরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম এর সভাপতিত্বে পথসভায় এ সময় বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পার্থ সারথী দত্ত, অবসরপ্রাপ্ত মেজর জাহাঙ্গীর হোসেন, চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, জেলা আওয়ামী লীগের সদস্য  কামাল উদ্দিন, সাবেক জেলা দায়রাজজ আবুল কাশেম, উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এবিএম এ বাহার, সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য আবু তাহের, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইসহাক খান, আক্তার হোসেন পাটোয়ারী, অধ্যাপক মফিজুর রহমান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবি আব্দুল মান্নান ভূঁইয়া, কুমিল্লা জেলা পরিষদের সদস্য এমরানুল হক কামাল (ভার্ড কামাল), উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া, উপজেলা যুবলীগের যুগ্ম  আহবায়ক ছৈয়দ আহম্মদ ভূঁইয়া খোকন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান মুরাদ, কামরুল আলম মোল্লা, মুন্সীরহাট ইউপি চেয়ারম্যান মাহফুজ আলম, কাশিনগর ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন, কালিকাপুর ইউপি চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার, উজিরপুর ইউপি চেয়ারম্যান নায়িমুর রহমান মজুমদার মাছুম, কনকাপৈত ইউপি চেয়ারম্যান জাফর ইকবাল, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সর্দার।

ইউনিয়ন যুবলীগের সভাপতি আলাউদ্দিন মজুমদার বাবু এর সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা বেলায়েত হোসেন অপু, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক তাহমিনা আক্তার, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহবুবুল হক মোল্লা বাবলু, উপজেলা যুবলীগ নেতা ইমাম হোসেন পাটোয়ারী এনাম, মহিলা আওয়ামী লীগ নেত্রী হাজেরা আক্তার ববি, ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক জগলুল কবির নাসির, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মফিজুর রহমান, মিজানুর রহমান, স্বেচ্ছাসেবক লীগ নেতা মিজানুর রহমান ভূঁইয়া সবুজ, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদ রানা, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আরমান হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD