তিতাস (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার তিতাসে শ্রাবন্তি (১২) নামের পঞ্চম শ্রেনীর এক শিশু শিক্ষার্থী গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা দুর্গাপুর গ্রাম ঘোস বাড়িতে।
শ্রাবন্তি উপজেলা বলরামপুর ইউনিয়ন দুর্গাপুর গ্রামের সজল চন্দ্র নম’র কন্যা ও মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। সে এবার পঞ্চম শ্রেণি বার্ষিক পরীক্ষা দিয়েছিল।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ মর্মে তিতাস থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
জানাযায়, শ্রাবন্তি পড়াশোনায় অমনোযোগী হওয়া কারনে তার মা তাকে পড়াশোনার প্রতি মনোযোগী হওয়ার জন্য চাপ প্রয়োগ করে তার ঘায়ে হাত তোলে। আর সেই সেই অপমান শ্রাবন্তি সইতে না পেরে মায়ের প্রতি অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করে।
এ ব্যাপারে মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমুল হোসেন মুরাদ জানান,সে আমাদের স্কুলের মেধাবী শিক্ষার্থী ছিল, এবার সে পঞ্চম শ্রেণি থেকে বার্ষিক পরীক্ষা দিয়েছে। তার এই মৃত্যু সত্যিই হৃদয়বিদারক।
এ ব্যাপারে তিতাস থানা অফিসার ইনচার্জ কাঞ্চন কান্তি দাস বলেন, খবর পেয়ে শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের গলায় ফাঁসের চিহ্ন পাওয়া গেছে। তার ঘায়ে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি।
তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।