মোঃ রেজাউল হক শাকিল।।
নির্বাচন কমিশনে আপিল শুনানির প্রথম দিনেই প্রার্থিতার বৈধতা ফিরে পেয়েছেন কুমিল্লা-৫ ( বুড়িচং-ব্রাহ্মণপাড়া ) আসনের স্বতন্ত্র প্রার্থী কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের সদ্য বিদায়ী চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আবু জাহের।
রোববার (১০ ডিসেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে আপিল আবেদনের ওপর শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন কমিশন তার প্রার্থিতা ফিরিয়ে দেন।
এর আগে গত ৩ ডিসেম্বর সকাল থেকে বিকেল পর্যন্ত কুমিল্লার এগারোটি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথমদিনে জাল স্বাক্ষর, ঋণখেলাপি, তথ্যে ভুল, তালিকা অসম্পূর্ণ থাকাসহ নানা কারণে প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তা খন্দকার মু. মুশফিকুর রহমান। এ সময় স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের হেভিওয়েট নেতা আলহাজ্ব মোহাম্মদ আবু জাহেরের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা খন্দকার মু. মুশফিকুর রহমান।
এদিকে আবু জাহেরের প্রার্থীতা ফিরে পাওয়ায় কুমিল্লা-৫ ( বুড়িচং ব্রাহ্মণপাড়া ) আসনে তার অনুসারীরা আনন্দে আবেগাপ্লুত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানাভাবে উল্লাস প্রকাশ করেন।