1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
সাংবাদিক কল্যাণ পরিষদ,কুমিল্লার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - Dainik Cumilla
সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৯:২১ অপরাহ্ন
শিরোনামঃ
চৌদ্দগ্রামে দৃষ্টি প্রতিবন্ধী কন্ঠশিল্পী জাহাঙ্গীরের সাথে বিএনপি নেতা রুহুল কবির রিজভীর সৌজন্য সাক্ষাৎ ও পরিবারের মঝে নগদ অর্থ হস্তান্তর লাগাতার অগ্নিকাণ্ড দেশি-বিদেশি শক্তির ষড়যন্ত্র: চৌদ্দগ্রামে রুহুল কবির রিজভী ব্রাহ্মণপাড়া ও বুড়িচং সীমান্তে বিজিবি কর্তৃক আড়াই কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ ব্রাহ্মণপাড়ায় গ্রেপ্তারি পরোয়ানা ভোক্ত ৬ আসামি গ্রেপ্তার  ব্রাহ্মণপাড়ায় বিএনপি নেতা জুম্মান মালদার এর মায়ের দাফন সম্পন্ন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সং’ঘর্ষ কুমিল্লা জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সংশ্লিষ্টদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান -জেলা প্রশাসক আমিরুল কায়সার কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায়, গ্রেফতার ২৪ কুমিল্লায় ট্রাকচালক হত্যার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

সাংবাদিক কল্যাণ পরিষদ,কুমিল্লার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

নানা কর্মসূচী পালনের মধ্যদিয়ে ৭ ডিসেম্বর ২০২৩ সাংবাদিক কল্যাণ পরিষদ,কুমিল্লার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বৃহষ্পতিবার সকালে কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে কেককাটা,সাংবাদিক সম্মননা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাক পত্রিকার ‍কুমিল্লা জেলা প্রতিনিধি মোঃ লুৎফুর রহমান। সাংবাদিক কল্যাণ পরিষদ,কুমিল্লার প্রধান উপদেষ্টা ও কুমিল্লা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাংবাদিক কল্যাণ পরিষদ ,কুমিল্লার সভাপতি ওমর ফারুকী তাপসের উপস্থপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময় এবং বাংলাভিশন টিভির জেলা প্রতিনিধি সাইয়িদ মাহমুদ পারভেজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সমিতি,কুমিল্লার সভাপতি ও দি ডেইলি নিউ এইজ পত্রিকার জেলা প্রতিনিধি ইয়াসমীন রীমা,কুমিল্লা প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাব পত্রিকার ষ্টাফ রিপোর্টার সাদিক মামুন,দৈনিক ভোরের সূর্যদয় পত্রিকার সম্পাদক ও প্রকাশক ও দৈনিক ভোরের কাগজের কুমিল্লা জেলা প্রতিনিধি এম ফিরোজ মিয়া, সাংবাদিক ইউনিয়ন কুমিল্লা জেলা সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ও প্রকাশক ইমতিয়াজ আহমেদ জিতু, ও নেকসাস টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি ও কুমিল্লা প্রেসক্লাবের সদস্য দিল রুবাইয়াৎ সৌরভী।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান থেকে তেলোয়াত করেন এবং বক্তব্য রাখেন লেখক ও কলামিষ্ট ডাঃ আবদুল আউয়াল। স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক কল্যাণ পরিষদ ,কুমিল্লার সাধারণ সম্পাদক মনির হোসেন. সাপ্তাহিক সমতটের কাগজ পত্রিকার সম্পাদক জামাল উদ্দিন দামাল, কুমিল্লা প্রেসক্লাবের প্রচার সম্পাদক ও দৈনিক সমকাল পত্রিকার ফটো সাংবাদিক এন কে রিপন , কুমিল্লা প্রেসক্লাবের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও দৈনিক আজকের জীবন পত্রিকার জেলা প্রতিনিধি নেকবর হোসেন, সাংবাদিক কল্যাণ পরিষদ কুমিল্লার অর্থ সম্পাদক একুশে সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি জুয়েল রানা মজুমদার,জাগো কুমিল্লা অনলাইন পত্রিকার সম্পাদক অমিত মজুমদার, বাংলাদেশের আলো পত্রিকার সিনিয়র ষ্টাফ রিপোর্টার মোঃ মিজানুর রহমান, দৈনিক যুগান্তর পত্রিকার বুড়িচং ব্রাহ্মণপাড়া উপজেলা প্রতিনিধি সৌরভ মাহমুদ হারুন ও দৈনিক সূর্যদয় পত্রিকার জেলা প্রতিনিধি এডভোকেট তাপস সরকার।

অনুষ্ঠানে কুমিল্লার ৫জন সিনিয়র সাংবাদিককে সম্মননা ক্রেষ্ট উপহার দেয়া হয়। সম্মননা প্রাপ্ত সাংবাদিকগণ হলেন কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাক পত্রিকার ‍কুমিল্লা জেলা প্রতিনিধি মোঃ লুৎফুর রহমান, বাংলাদেশ সাংবাদিক সমিতি,কুমিল্লার সভাপতি ও দি ডেইলি নিউ এইজ পত্রিকার জেলা প্রতিনিধি ইয়াসমীন রীমা, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ও একাত্তর টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি কাজী এনামুল হক ফারুক, সাংবাদিক ইউনিয়ন কুমিল্লা জেলা সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ও প্রকাশক ইমতিয়াজ আহমেদ জিতু ও অনলাইন সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য নেকবর হোসেনকে সম্মননা ক্রেষ্ট উপহার দেয়া হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন সাংবাদিকদেরকে অন্যায়ের বিরুদ্ধে ও ন্যায়ের পক্ষে এবং কুমিল্লা জেলার উন্নয়ন ও অগ্রগতির লক্ষ্যে সংবাদ প্রকাশের আহবান জানান। পাশপাশি ঐক্যবদ্ধ থেকে সাংবাদিকদের কল্যাণে কাজ করার ওপরগুরুত্বারোপ করে বক্তব্য রাখেন। সাংবাদিকদের কল্যাণে একটি তহবিল গঠনের উদ্যোগ নেয়ার জন্য পরামর্শ দেয়া হয় এবং তাৎক্ষণিক কিছু টাকা অনুদান ঘোষনা করেন উপস্থিত সিনিয়র সাংবাদিকগণ। পরে প্রতিষ্ঠা বার্ষিকীর কেককাটেন কুমিল্লার সিনিয়র সাংবাদিকগণ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD