1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিলেন জাহাঙ্গীর খান চৌধুরী - Dainik Cumilla
মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্রাহ্মণপাড়ায় তরুণ ও যুবসমাজের উদ্যোগে সড়কের পাশে বৃক্ষরোপণ ব্রাহ্মণপাড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কুমিল্লায় জুলাই পুনর্জাগরণে মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভা চৌদ্দগ্রাম পাইলট বালিকা বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুমিল্লার গোমতীর পাড়ে গড়ে ওঠা অবৈধ স্থাপনায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন পারিবারিক কলহে স্ত্রীকে লাইভে রেখে ওমানে চৌদ্দগ্রামের যুবকের আত্মহত্যা চৌদ্দগ্রামে নকলের দায়ে মুন্সীরহাট ডিগ্রি কলেজের দুই এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার চৌদ্দগ্রামে চিওড়া ইউপি’র অংশীজনদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় কুমিল্লায় জুলাই পুনর্জাগরণ উপলক্ষে সেনাবাহিনীর চিকিৎসা সেবা চাঁদাবাজ গ্রেফতারের সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিলেন জাহাঙ্গীর খান চৌধুরী

  • প্রকাশিতঃ শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ২০৯ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল।।

কুমিল্লা-৫ ( বুড়িচং-ব্রাহ্মণপাড়া ) সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিলেন কুমিল্লা দ. জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর খান চৌধুরী।
বৃহস্পতিবার ( ৩০ নভেম্বর ) দুপুরে তিনি ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও স ম আজহারুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আবদুল বারী, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোস্তফা সারোয়ার খান, সাংগঠনিক সম্পাদক মোঃ আমিনুল ইসলাম সুজন, জেলা পরিষদের সদস্য ও ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম টিটু, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোস্তবা আলী শাহীন, সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন সরকার, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আনোয়ার হোসেন আনু সর্দার, সাধারণ সম্পাদক গাজী আবদুল হান্নান, যুবলীগ নেতা মশিউল আলম সোহাগ প্রমুখ।

উল্লেখ্য, এর আগে গত ১৮ নভেম্বর সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম শুরু করে আওয়ামী লীগ। দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনয়নপত্র সংগ্রহের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের যাত্রা শুরু হয়।
পরে কুমিল্লা-৫ আসনে মনোনয়ন পেতে প্রায় দুই ডজনের বেশি প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। সেসময় তিনিও আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা করেছিলেন। তবে এ আসনে দল বর্তমান সাংসদ এডভোকেট আবুল হাসেম খানকেই পুনরায় মনোনীত করে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD