মোঃ রেজাউল হক শাকিল ।।
কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র এমপি প্রার্থী সাজ্জাদ হোসেন শুভেচ্ছা বিনিময় করেছেন। বুধবার বিকালে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের হরিমঙ্গল বাজার, শশীদল বাজার ও বাগড়া বাজারে সকল শ্রেণীপেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তিনি বাজারের বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সাথে হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় উপজেলার আওয়ামীলীগের বিভিন্ন পর্য্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় হাজী মফিজুল ইসলাম, এনামুল হক সুমন, কবির আহাম্মেদ, মোস্তফা কামাল, আমিনুল ইসলাম রাসেল, হাসানুজ্জামান হাছান, কাউছার আলম, আসিফ, শরিফ, শামীম, দুলাল, রাসেল মিয়া, তুহিন, রাজিব, সেলিম মিয়া, ফারুক আহাম্মদ, আব্দুস সালাম, গিয়াস উদ্দিন, জাহাঙ্গীর আলম, সাইফুল ইসলাম, জামশেদ আলম, আইয়ুব খান, আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন নেতাকর্মী শুভেচ্ছা বিনিময়ে উপস্থিত ছিলেন। এবিষয়ে তিনি বলেন, দীর্ঘ ৫০ বছর যাবৎ সাধারণ মানুষের পাশে থেকে সেবা করছি। সাবেক আইনমন্ত্রী, এই জনপদের উন্নয়নের রুপকার, এডভোকেট আব্দুল মতিন খসরু এমপি ব্যাপক উন্নয়ন করেছে। সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমি আপনাদের মাঝে সেবক হিসাবে কাজ করতে চাই। খসরু ভাইয়ের উত্তরসূরী হিসাবে কাজ করতে চাই। আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে আপনাদের দোয়া, ভোট ও সমর্থন কামনা করি।