1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
ব্রাহ্মণপাড়ায় বেড়া দিয়ে রাস্তা বন্ধের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে - Dainik Cumilla
মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা-চাঁদপুর সড়কে ত্রিমুখী সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু, আহত পাঁচজন বদর যুদ্ধের তাৎপর্য ও শিক্ষা আজ ঐতিহাসিক বদর দিবস কুমিল্লার তিতাসে কবরস্থানের পাশ থেকে নারীর লাশ উদ্ধার দেবিদ্বারে রুবেল হত্যা মামলার আসামী বিল্লাল গ্রেপ্তার মুরাদনগরে যুবলীগ নেতাকে জাতীয় নাগরিক পাটিতে পূর্নবাসন চেষ্টা, জনতার প্রতিরোধ ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল চৌদ্দগ্রামে দাদার বিরুদ্ধে নাতনিকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, আটক ১ কুমিল্লার আদালতে সাবেক বার সেক্রেটারির ওপর আইনজীবীদের হামলা মুরাদনগর উপজেলার খাল দখল করে মাটি ভরাট করা হচ্ছে। মুরাদনগরে অবৈধ ড্রেজার দিয়ে সরকারি খাল মাটি ভরাট, প্রশাসন নিরব

ব্রাহ্মণপাড়ায় বেড়া দিয়ে রাস্তা বন্ধের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

  • প্রকাশিতঃ সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ১৪১ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল ।।

দীর্ঘ একযুগেরও বেশি পুরনো গ্রামীণ রাস্তায় বেড়া দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউপি সদস্যের বিরুদ্ধে। এতে ৩০টি পরিবারের প্রায় দেড় শতাধিক মানুষ পড়েছেন বিপাকে।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়নের বেজুরা গ্রামের এ রাস্তাটি বন্ধ করে দেওয়ায় চরম ভোগান্তি পোহাচ্ছেন এসব পরিবারের লোকজন।

স্থানীয় বাসিন্দা সিদ্দিকুর রহমান, মনির হোসেন ও বাছিরসহ ভুক্তভোগী বাসিন্দারা জানান, এই রাস্তা দিয়ে প্রায় ১৫ বছর ধরে চলাচল করে আসছিল স্থানীয় বাসিন্দারা। রাস্তায় বেড়া দেওয়ায় এই রাস্তাটি যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তার মালিকানা দাবি করা মৃত সুলতান আহাম্মদের ছেলে ও উপজেলার দুলালপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য জাহাঙ্গীর আলম খুঁটি গেড়ে বাঁশ ও কঞ্চি দিয়ে বেড়া তৈরি করে চলাচলের রাস্তা বন্ধ করে দেন। এতে ওই এলাকার প্রায় দেড় শতাধিক মানুষ পোহাচ্ছেন দুর্ভোগ।
স্থানীয় বাসিন্দারা আরও জানান, রাস্তায় বেড়া দেওয়া স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম তাদের কোন কথাই শুনছেন না। বর্তমানে তাদেরকে অন্য আরেকটি রাস্তা দিয়ে ঘুরে বের হতে হচ্ছে, যা খুবই কষ্টকর। বর্তমানে এ কারণে তারা চরম দুর্ভোগের মধ্যে পরিবার নিয়ে বসবাস করছেন। তারা দ্রুত চলাচলের জন্য রাস্তাটি অবমুক্ত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এ ব্যপারে অভিযুক্ত ইউপি সদস্য জাহাঙ্গীর আলম মুঠোফোনে এ প্রতিনিধিকে বলেন, এটা রাস্তা না, এটা আমাদের নিজস্ব জায়গা। এই অভিযোগ কে করছে আপনার কাছে তার নামটা বলেন। আমি তাকে দেখে নেবো। আর আপনি পারলে আমাকে ইউএনও পর্যন্ত নিয়ে যান। কে এই অভিযোগ করেছে তার নামটা আমাকে বলতে হবে। আপনি কেনো এখানে এসেছেন ? আমার জায়গায় আমি বেড়া দিয়েছি। এতে কার কী? আমি রাস্তা দেবো না।
এব্যাপারে দুলালপুর ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান ভূইয়া রিপন বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। একজন জনপ্রতিনিধি হয়ে বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে না। আমি বিষয়টির সঠিক তদন্ত করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবো।
এ ব্যপারে ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ কাউছার হামিদ বলেন, বিষয়টি আমি জানি না। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD