তিতাস প্রতিনিধি:
কুমিল্লার তিতাসে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে তিতাস ভবনে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়ার মহফিলে প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক আক্তারুজ্জামান সরকার। উপজেলা বিএনপির আহবায়ক মো.ওসমান গনি ভূইয়া, সদস্য সচিব মেহেদী হাসান সেলিম ভূইয়া, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক হাজী আলী হোসেন মোল্লা, যুগ্ম-আহবায়ক আক্তারুজ্জামান ভিপি,মো.মোয়াজ্জেম হোসেন মুন্সি,কাজী কবির হোসেন সেন্টু,আশরাফুল আলম সরকার, কড়িকান্দি সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো.মোহর মুন্সি,বলরামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাম্মেল হক মজনু পাঠান,নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জহিরুল ইসলাম জহির,মজিদপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাইদুল ইসলাম সরকার বিজয়,কড়িকান্দি সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো.আলী হাসান মোল্লা, জগতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো.নুরুল ইসলাম,বলরামপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো.নজরুল ইসলাম।