তিতাস প্রতিনিধি:
কুমিল্লার তিতাসে বিভিন্ন রোগীদের মাঝে ১৫ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়েছে।উপজেলা সমাজ সেবা অধিদপ্তর কতৃক মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ক্যান্সার,কিডনি,লিভারসিরোসিস,থ্যালাসিমিয়া,স্ট্রোকে প্যারালাইজড, জন্মহত হৃদরোগে আক্রান্ত রোগীদের জন প্রতি ৫০ হাজার টাকা করে ৩০ জন রোগীর মধ্যে ১৫ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।
তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম মোর্শেদর সভাপতিত্বে ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সেতারুজ্জামানের পরিচালনায় উপস্থিত ছিলেন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসীন ভূইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির, মহিলা ভাইস চেয়ারম্যান মোসামৎ ফরিদা ইয়াসমিন,সাতানী ইউপি চেয়ারম্যান মো.শামসুল হক সরকার,কড়িকান্দি ইউপি চেয়ারম্যান মো.সাইফুল আলম মুরাদ,সহকারী উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো.নাজমুল হাসান প্রমুখ।