তিতাস (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার তিতাসে কলাকান্দি গ্রামের আবুল কাসেম মাষ্টারের ছেলে ও পেরুজল ইসলামিক স্কুলের নার্সারীর ছাত্র আরিয়ান হোসেন সায়মন (৭) হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে হোমনা-গৌরীপুর সড়কে স্থানীয় সর্বস্তরের জনগনের উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, নিরাপদ চিকিৎসা চাই কুমিল্লা জেলার সভাপতি, আলী আশরাফ খান, দপ্তর সম্পাদক মো. তৈয়ব আলী, স্কুলের প্রধান শিক্ষক, মো. ওসমান গনি, এডমিন নূরুল আলম মাসুদ, নিহত আরিয়ানের বাবা প্রবাসী আবুল কাশেম মাস্টার,বড় বোন কনিকা আক্তার, ছোট বোন রিত্তিকা আক্তার।
বক্তারা বলেন,আরিয়ানকে যারা নির্মমভাবে হত্যা করেছে, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হউক। এসময় আরিয়ানের মা,বাবা,সহপাঠী ও স্বজনদের কান্নায় আকাশ-বাতাস ভারি হয়ে উঠে।
উল্লেখ্য,১৬ আগস্ট বিকালে খেলতে গিয়ে বাড়ি ফিরেনি আরিয়ান। অনেক খোঁজ করে না পেয়ে ১৮ আগস্ট তিতাস থানায় একটি জিডি করে তার মা।
শনিবার সকাল ১১ টায় হাত-পা কাটা ও মুখে এ্যাসিড ঝলসানোবস্থায় কলাকান্দি মধ্যপাড়া বালুর মাঠ হতে তার লাশ উদ্ধার করে পুলিশ।