*প্রেস রিলিজ*
অদ্য ১০/০৮/২৩ অনুমান ১৯.১৫ ঘটিকায় হাইওয়ে কুমিল্লা রিজিয়নের লাকসাম ক্রসিং হাইওয়ে থানার এসআই (নিঃ)/ মোঃ মোস্তফা কামাল সঙ্গীয় ফোর্সসহ ডিউটি করাকালে কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানাধীন কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের নোয়াখালীগামী লেনে চেকপোষ্ট করাকালে সাগরিকা পরিবহনের সিলেট হতে ছেড়ে আসা বাস রেজিঃ নং ঢাকা-মেট্রো-ব-১৪-৫১৩৮ তল্লাশী করাকালে বাসের ডান দিক থেকে ০৫ নং খালি সিট বরাবর সোজা ল্যাকেজ ক্যারিয়ারের (তাকের) উপর একটি কালো রংয়ের হাত ব্যাগ দেখতে পেয়ে বাসের যাত্রীদের জিজ্ঞাসাবাদ করলে ব্যাগটি কারও বলে স্বীকার না করায় ব্যাগটি স্বাক্ষীসহ বাসের যাত্রীদের সামনে তল্লাশী করে ভিতরে একটি লোহার তৈরী ম্যাগাজিন সহ পিস্তল যাহার গায়ে ইংরেজিতে PEJRO & BRATTA MADE IN ITALY. AUTO METIC PLSTEL 7.25 MM 9 ROUND. ONLY PUBLIC SUPPLY লেখা ও লম্বা ০৭.৫০ (সাড়ে সাত ইঞ্চি) মালিক বিহীন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।