1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ভারতের ত্রিপুরা সফরে যাচ্ছে কুমিল্লা জেলা ফুটবল একাদশ, ২৯ জানুয়ারি ফুটবল ম্যাচ - Dainik Cumilla
বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে লাকসামে জামায়াতের গণমিছিল বৃষ্টি উপেক্ষা করে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণ চৌদ্দগ্রামে জুলাই শহীদ জামশেদ ও মাওলানা শাহাদাতের কবর জিয়ারত করলো জামায়াত নাঙ্গলকোটে বৃষ্টিতে ভিজে জামায়াতের গণমিছিলে জনতার ঢল চৌদ্দগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জামায়াতের গণমিছিল দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট সরকার মানুষের উপর অত্যাচার নির্যাতন চালিয়েছিল বৃষ্টি উপেক্ষা করে কুমিল্লায় হাজী ইয়াছিনের নেতৃত্বে বিএনপির বিজয় মিছিল কুমিল্লা শিক্ষাবোর্ডের উদ্যোগে শহীদের কবর জিয়ারত ও দোয়া ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কুবিতে আলোচনা সভা মুরাদনগরে গণঅভ্যুত্থানে নিহত পাঁচ শহীদের কবরে প্রশাসনের শ্রদ্ধা কুমিল্লায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‌্যালী

ভারতের ত্রিপুরা সফরে যাচ্ছে কুমিল্লা জেলা ফুটবল একাদশ, ২৯ জানুয়ারি ফুটবল ম্যাচ

  • প্রকাশিতঃ বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
  • ৫৩৮ বার পঠিত

স্টাফ রিপোর্টার।।

ভারতের ত্রিপুরা সফরে যাচ্ছে বাংলাদেশের কুমিল্লা জেলা ফুটবল একাদশ। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের আমন্ত্রনে কুমিল্লা জেলা ফুটবল একাদশ খেলবে ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের সাথে।

আগামি ২৯ জানুয়ারি ত্রিপুরার উমাকান্ত মিনি স্টেডিয়ামে দুই দেশের ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। কুমিল্লা জেলা ফুটবল একাদশ তিন দিনের সফরে আগামি ২৮ জানুয়ারি ভারতের ত্রিপুরায় যাবে, ২৯ জানুয়ারি দুই দেশের মধ্যে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। ৩০ জানুয়ারি কুমিল্লা ফিরে আসবে কুমিল্লা জেলা দল।

ইতিমধ্যে ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা এবং কুমিল্লা জেলা ফুটবল এসোসিয়েশন সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। কুমিল্লা জেলা ফুটবল একাদশের ত্রিপুরা সফর ও ত্রিপুরা একাদশের সাথে প্রিতি ম্যাচে অংশ নিতে কুমিল্লা জেলা ফুটবল এসোসিযেশনের সভাপতি ও কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত সম্মতি দিয়েছেন। কুমিল্লা জেলা ফুটবল একাদশের ত্রিপুরা সফরের প্রস্তুতি দেখতে মঙ্গলাবার কুমিল্লা সফরে আসেন ত্রিপুরা ফুটবল সোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি মনোজ দাস। তিনি বুধবার দুপুরে ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ও ত্রিপুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনব সরকারের আমন্ত্রন পত্র কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও কুমিল্লা জেলা ফুটবল এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি নাজমুল আহসান ফারুক রোমেনের সাথে সাক্ষাত করে তুলে দেন। এ সময় মনোজ দাস জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেনকে দুই দেশের ফুটবল ম্যাচের প্রস্তুতি ও অন্যান্য সকল বিষয় নিয়ে অবগত করেন।

মনোজ দাস জানান, দুই দেশের মৈত্রী ও বন্ধুত্বের সম্পর্ককে এগিয়ে নিতে ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন এ উদ্যোগ নিয়েছে। তিনি জানান, কুমিল্লা জেলা ফুটবল দলের ত্রিপুরা সফর ও ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের সাথে কুমিল্লা জেলা ফুটবল একাদশের প্রিতি ম্যাচেকে ঘিরে ইতিমধ্যে ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। কুমিল্লা জেলা ফুটবল একাদশের খেলোয়াড় ও কর্মকর্তাদের ভিআইপি প্রটৌকল দেওয়া হবে। তিনি জানান সবকিছু ঠিক থাকলে ২৮ জানুয়ারি কুমিল্লা ইমিগ্রেশন থেকে কুমিল্লা জেলা দল ও কর্মকর্তাদের বিশেষ ব্যবস্থায় ত্রিপুরার আগরতলায় নিয়ে যাওয়া হবে। কুমিল্লা জেলা ফুটবল দল ও কর্মকর্তাদের থাকা খাওয়া ও নিরাপত্তার বিষয়ে সর্বেচ্চ গুরুত্ব দিয়ে আমরা প্রস্তুতি নিচ্ছি।

ভারতের ত্রিপুরার আগরতলা উমাকান্ত মিনি স্টেডিয়ামে ত্রিপুরা ফুটবল সোসিয়েশনের সাথে কুমিল্লা জেলা ফুটবল এসোসিয়েশনের প্রিতি ফুটবল ম্যাচ ও সফরের বিষয়ে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও কুমিল্লা জেলা ফুটবল এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি নাজমুল আহসান ফারুক রোমেন জানান, ত্রিপুরা ফুটবল সোসিয়েশনের আমন্ত্রন আমরা আনন্দের সাথে গ্রহণ করেছি, আমরা কুমিল্লা জেলা ফুটবল দল নিয়ে ২৮ জানুয়ারি ত্রিপুরায় রওয়ানা হবো। তিনি জানান কুমিল্লা জেলা ফুটবল দলের ত্রিপুরা সফর ও দুই দেশের প্রিতি ফুটবল ম্যাচ বাংলাদেশ-ভারত ও কুমিল্লা-ত্রিপুরার বন্ধুত্বের সম্পর্ক আরও সুদৃড় হবে। তিনি জানান, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা ও কুমিল্লা জেলা ফুটবল এসোসিয়েশন ইতিমধ্যে কুমিল্লা জেলা দলের ত্রিপুরা সফরের প্রস্তুতি সম্পন্ন করেছে। রোমেন জানান, আমরা ২০ সদস্যের কুমিল্লা জেলা ফুটবল দল প্রস্তুত করেছি, তাদের পাসপোর্ট ও ভিসা তৈরির কাজ চলছে। যানা গেছে দলের সাথে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেনের নেতৃত্বে কোচ-সহকারি কোচ, ম্যানেজার, ট্রেইনার, ফিজিও ও অফিসিয়াল সহ আরও ১৫ জন কর্মকর্তা থাকবে।

কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে এ বিষয়ে আলোচনার সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক খায়রুল আলম সোহাগ, কুমিল্লা জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারন সম্পাদক বাদল খন্দকার, কোষাধ্যক্ষ আল আমিন ভূইয়া, কুমিল্লা জেলা ফুটবল এসোসিয়েশনের সদস্য সাংবাদিক দেলোয়ার হোসেন জাকির।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD