1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা মহানগর আ" লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রায় হাজার হাজার নেতাকর্মীদের ঢল - Dainik Cumilla
শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
বেগম খালেদা জিয়ার জন্মদিনে নাঙ্গলকোটের মৌকরা ইউনিয়নের বিষ্ণপুর ওয়ার্ড যুবদলের দোয়া ও মিলাদ মাহফিল বুড়িচংয়ে মা-মেয়ের আত্মহত্যা সৎকার কাজে উপজেলা প্রশাসনের সহায়তা চৌদ্দগ্রামে শ্বাসরোধে গৃহবধূকে হত্যার অভিযোগ, থানায় মামলা আলাউদ্দিন মেম্বারের কবর জিয়ারত ও আলিয়ারা গ্রামবাসীর সাথে জামায়াত প্রার্থী ইয়াছিন আরাফাতের মতবিনিময় কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় চুরি করা মোবাইল বিক্রি করতে গিয়ে ২ চোর আটক, গাছে বেঁধে গণধোলাই নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়ন জামায়াতের গ্রাম প্রতিনিধি সমাবেশ কুমিল্লায় ৭৫ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার নাঙ্গলকোটে বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে দোয়া মাহফিল আগামীর বাংলাদেশ হবে ইসলামী রাষ্ট্র: ডক্টর মোবারক হোসাইন কুমিল্লায় ব্যবসায়ী থেকে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার

কুমিল্লা মহানগর আ” লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রায় হাজার হাজার নেতাকর্মীদের ঢল

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ১৪৪ বার পঠিত

নেকবর হোসেন :

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মহানগর আওয়ামী লীগ ছাড়াও শোভাযাত্রায় অংশ নিয়েছে অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতা কর্মী।মঙ্গলবার (১৮ জুন) বিকাল ৪ টায় শোভাযাত্রাটি নগরীর কান্দিরপাড় রামঘাটলাস্থ দলীয় কার্যলয়ের সামনে থেকে শুরু হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ের সম্মুখে এসে শেষ হয়। শোভাযাত্রার নেতাকর্মীদের মুখে ” উন্নয়নের সরকার বারবার দরকার” ” শেখ হাসিনার সরকার, বারবার দরকার” নানা শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে নগরীর রাজপথ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখার প্রত্যয়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ শোভাযাত্রার আয়োজন করা হয়।

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এড. জহিরুল ইসলাম সেলিমের সভাপতিত্বে শোভাযাত্রার উদ্বোধন করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আরফানুল হক রিফাত । এ মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আবিদুর রহমান জাহাঙ্গীর, এড. আতিকুর রহমান আব্বাসী, যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুল্লাহ খোকন, এড. সৈয়দ নূরুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবদুল হাই বাবুল, চিত্ত রঞ্জন ভৌমিক, তথ্য ও গবেষণা সম্পাদক জমিরউদ্দীন খান জম্পি, দপ্তর সম্পাদক বাবু শিবু প্রসাদ রায়, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সরকার মাহমুদ জাভেদ, আইন সম্পাদক এড. আমজাদ হোসেন, প্রচার সম্পাদক জহিরুল কামাল, সাংস্কৃতিক সম্পাদক হাবিবউল্লাহ তুহিন, সদস্য ও জেলা পরিষদের সাবেক প্রশাসক আলহাজ্ব ওমর ফারুক, সদর উপজেলা চেয়ারম্যান এড. আমিনুল ইসলাম টুটুল, সহ প্রচার সম্পাদক এনামুল হক এনাম সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মহানগর আওয়ামী লীগের এ কর্মসূচিতে আর্দশ সদর উপজেলা আওয়ামী লীগ সহ মহানগর আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।

মহানগর যুবলীগের আহবায়ক জিএস আবদুল্লাহ আল মাহমুদ সহিদের নেতৃত্বে যুবলীগ, মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল ইসলাম রিন্টু ও সাধারণ সম্পাদক সাদেকুর রহমান পিয়াসে নেতৃত্বে স্বেচ্ছাসেবক লীগ ,মহানগর কৃষকলীগের আহবায়ক খোরশেদ আলম, যুগ্ম আহবান সোহেল হায়দারের নেতৃত্ব কৃষক লীগ, মহানগর শ্রমিক লীগের আহবায়ক আনিসুর রহমান ভূইয়া, হাসান মাহমুদ চৌধুরী সুমন, নজরুল ইসলাম মাষ্টারের নেতৃত্বে শ্রমিক লীগ, মহানগর যুব মহিলা লীগের সভাপতি তাহমিনা আক্তার ও সাধারণ সম্পাদক উন্মে সালমা লিজার নেতৃত্ব যুব মহিলা লীগ ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক কাজী আবুল বাসার, সাধারণ সম্পাদক তারিকুর রহমান জুয়েল নেতৃত্ব আর্শদ সদর উপজেলা আওয়ামী লীগ এবং মহানগর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক নাইমুল হক হিমেল ও নূর মোহাম্মদ সোহেলের নেতৃত্ব ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD