স্টাফ রিপোর্টার ।।
কুমিল্লার চান্দিনার মাধাইয়া বাসষ্ট্যান্ডে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে মহাসড়কের উপর শনিবার (২৪ জুন) সকালে পিকআপ চট্ট মেট্রো ন-১১-২১৮৯ এর চাকা বিকল হলে পিকআপটি মহাসড়কের উপর দাঁড়ায়। তখন হাইওয়ে কুমিল্লা রিজিয়নের ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার এসআই মোহাম্মদ আবু সেলিম রেজা সাথে ফোর্স নিয়ে পিকআপটি দেখে পিকআপের কাছে এগিয়ে গেলে পিকআপ চালক পিকআপটি রেখে দৌড়ে পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়। উপস্থিত পথচারীদের সামনে থেকে তাকে পালানোর কারন জিজ্ঞাসাবাদে সে চুপচাপ থাকে। পরবর্তীতে সন্দেহ হওয়ায় পিকআপটি তল্লাশি করা হয়। তল্লাশিকালে পিকআপের কেবিনের ভিতরে চালকের পাশের আসনের পায়ের কাছে একটি সাদা রংয়ের বাজারের ব্যাগের ভিতর ৬০ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। পিকআপ চালক আইয়ুব আলীর ছেলে
কবির হোসেন (২৪) বাড়ী সদর দক্ষিণ উপজেলায় । কুমিল্লা রিজিয়নের হাইওয়ে পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ জানান, উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে। আসামির বিরুদ্ধে চান্দিনা থানায় মামলা প্রক্রিয়াধীন আছে।