1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বুড়িচংয়ে ৩০০ বছরের পুরনো সড়ক বন্ধের পাঁয়তারা: গ্রামবাসীর অভিযোগ - Dainik Cumilla
রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় চাঁদাবাজীর অভিযোগে ৩ রাজনৈতিক নেতাকে আটক করেছে যৌথ বাহিনী কুমিল্লায় আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২০ কুমিল্লার হোমনাসহ দেশের বিভিন্ন স্থানে মাজার, দরবার ও খানকা শরীফে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা ও বিচার দাবি: গাউছিয়া ইসলামিক মিশন মুরাদনগরে সড়ক দুর্ঘটনায় নিহতের ১ বছর পর যুবকের লাশ উত্তোলন কুমিল্লায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সুপারের পূজা মন্ডপ পরিদর্শন চৌদ্দগ্রামে বাড়তি বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটারের অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ কুমিল্লায় মাজার ভাঙচুর ও আগুনের ঘটনায় গ্রেপ্তার ২ ব্রাহ্মণপাড়ায় বাড়ছে স্ক্যাবিসের সংক্রমণ। চৌদ্দগ্রামে মেধা বিকাশ ইংলিশ লার্নিং স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত কুমিল্লা সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় বাজি জব্দ

বুড়িচংয়ে ৩০০ বছরের পুরনো সড়ক বন্ধের পাঁয়তারা: গ্রামবাসীর অভিযোগ

  • প্রকাশিতঃ শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নের কোদালিয়া গ্রামে প্রায় ৩০০ বছর পুরনো একটি সড়ক বন্ধের চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। গ্রামবাসী দাবি করেছেন, স্থানীয় একটি প্রভাবশালী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ঐতিহ্যবাহী সড়কটি বন্ধ করতে চাচ্ছে, যা এলাকার মানুষের চলাচলে ব্যাপক সমস্যা সৃষ্টি করবে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা মোঃ দুলাল হোসেন সম্প্রতি বুড়িচং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

কোদালিয়া গ্রামের বাসিন্দারা জানান, এই সড়কটি দীর্ঘদিন ধরে কোদালিয়া ও আশপাশের কয়েকটি গ্রামের মানুষদের চলাচলের একমাত্র পথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এই সড়কটি এতটাই গুরুত্বপূর্ণ যে, গ্রামবাসীরা নিজেদের উদ্যোগে এবং নিজের অর্থায়নে এটি সংস্কার করে আসছেন।

আগে সড়কটির সলিং বসানোর কাজ শুরু হলেও, কিছু অদৃশ্য কারণে কাজ অসম্পূর্ণ রেখেই চলে যায়। পরে, এলাকার লোকজনের প্রচেষ্টায় সড়কটি পুনরায় সংস্কার করা হয়। যদিও এই সড়কটি দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসছিল, কিন্তু বর্তমানে আবার একটি সংঘাতপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে।

গ্রামবাসীর অভিযোগ, স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মরহুম আব্দুল হকের পরিবারের সদস্যরা এই সড়কটি বন্ধ করার চেষ্টা চালাচ্ছে। অভিযোগকারীরা জানান, আব্দুল হক এবং তার পরিবার এর আগেও একাধিকবার সড়কটির চলাচল বন্ধ করতে চেয়েছিলেন। তবে, এলাকার জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় তারা সফল হতে পারেননি এবং সড়কটি পুনরায় চালু করা হয়। কিন্তু বর্তমান পরিস্থিতি অনুযায়ী, আবারও একই মহল চেষ্টা চালাচ্ছে, যা এলাকাবাসীর মধ্যে উদ্বেগ তৈরি করেছে।

কোদালিয়া গ্রামের বাসিন্দা আবু তাহেরের ছেলে মোহাম্মদ দুলাল হোসেন বলেন, “এটা আমাদের জীবনের একান্ত প্রয়োজনীয় সড়ক। এই সড়ক বন্ধ করলে আমাদের জীবিকা এবং চলাফেরা সবকিছুই থমকে যাবে। আগে যেভাবে সড়কটি বন্ধ করা হয়েছিল, তা একদিকে যেমন আমাদের জন্য কষ্টের ছিল, তেমনি এভাবেই আবার যদি বন্ধ হয়, তাহলে আমাদের একমাত্র জীবনের সহজ রাস্তা বন্ধ হয়ে যাবে।”

গ্রামবাসীরা প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন, যেন এই সমস্যার দ্রুত সমাধান করা হয় এবং সড়কটি বন্ধ করার পাঁয়তারা থামানো হয়। স্থানীয়রা জানিয়েছেন, সড়কটি বন্ধ হলে তাদের শুধু দৈনন্দিন জীবনে সমস্যাই হবে না, বরং এলাকার সামাজিক এবং অর্থনৈতিক অবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD