1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
অভিযোগের পাহাড়ে পদচ্যুত সভাপতি মোবারক হোসেন - Dainik Cumilla
রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় চাঁদাবাজীর অভিযোগে ৩ রাজনৈতিক নেতাকে আটক করেছে যৌথ বাহিনী কুমিল্লায় আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২০ কুমিল্লার হোমনাসহ দেশের বিভিন্ন স্থানে মাজার, দরবার ও খানকা শরীফে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা ও বিচার দাবি: গাউছিয়া ইসলামিক মিশন মুরাদনগরে সড়ক দুর্ঘটনায় নিহতের ১ বছর পর যুবকের লাশ উত্তোলন কুমিল্লায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সুপারের পূজা মন্ডপ পরিদর্শন চৌদ্দগ্রামে বাড়তি বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটারের অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ কুমিল্লায় মাজার ভাঙচুর ও আগুনের ঘটনায় গ্রেপ্তার ২ ব্রাহ্মণপাড়ায় বাড়ছে স্ক্যাবিসের সংক্রমণ। চৌদ্দগ্রামে মেধা বিকাশ ইংলিশ লার্নিং স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত কুমিল্লা সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় বাজি জব্দ

অভিযোগের পাহাড়ে পদচ্যুত সভাপতি মোবারক হোসেন

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫ বার পঠিত

 

মাহফুজ হাসান সিয়াম :
শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোবারক হোসেনকে বহিষ্কার করেছে সংগঠনের সদস্যরা। গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তা কার্যালয়ে সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।সভায় অভিযোগ আনা হয়, সাধারণ সম্পাদককে বহিষ্কারের নোটিশে জাল স্বাক্ষর ব্যবহার করা হয়েছিল। এমনকি অনেক সদস্যকে বিভ্রান্ত করে স্বাক্ষর নেওয়া হয়। নোটিশটি সংগঠনের অফিসিয়াল প্যাডে লেখা হয়নি, অন্য একটি প্যাড ব্যবহার করা হয়। এ ছাড়া সভাপতির স্বেচ্ছাচারিতা, সদস্যদের সঙ্গে অশোভন আচরণ এবং সাধারণ সম্পাদকের মর্যাদাহানির প্রমাণ পাওয়া যায়।পরিস্থিতি পর্যালোচনা করে সংগঠনের পক্ষ থেকে সাধারণ সম্পাদকের কাছে দুঃখ প্রকাশ করা হয়। ঘোষণা দেওয়া হয়, তিনি তার পদে বহাল থাকবেন।পরে সহসভাপতি মোহাম্মদ মোশারফ ফকিরের সভাপতিত্বে এবং সহসাধারণ সম্পাদক মো. নাহিদুল ইসলাম নাহিদের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনায় সর্বসম্মতভাবে সভাপতি মোবারক হোসেনকে বহিষ্কার করা হয়। সভায় গৃহীত সিদ্ধান্ত সহসাধারণ সম্পাদক পাঠ করেন এবং উপস্থিত সদস্যরা তা অনুমোদন দেন।সভায় আরও সিদ্ধান্ত হয়, আগামী সাত দিনের মধ্যে মোবারক হোসেনকে অভিযোগের জবাব দিতে হবে। নির্ধারিত সময়ে জবাব না দিলে তার সদস্যপদও বাতিল করা হবে।সভায় সংগঠনের সদস্য ছাড়াও স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD