1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় সড়কের ক্ষতি ও যানজট সৃষ্টি করায় ট্রাক্টর চালককে ১১ হাজার টাকা জরিমানা - Dainik Cumilla
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৩:১১ অপরাহ্ন
শিরোনামঃ
বুড়িচংয়ে প্রভাব খাটিয়ে জায়গা দখলের চেষ্টা প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ নাঙ্গলকোটে জিপিএ-৫ বিজয়ী শিক্ষার্থীদের উল্লাস বাগমারায় পেশাগত দক্ষতা উন্নয়নে দুই দিন ব্যাপি ইন-হাউজ প্রশিক্ষণের সমাপ্তি কুমিল্লা মহানগর ইসলামী ছাত্রসেনার কাউন্সিল সম্পন্ন, আলাউদ্দিন সভাপতি, গিয়াসউদ্দিন সম্পাদক কুমিল্লা-৯ আসন পুনর্বহাল ও লাকসাম জেলা ঘোষণার দাবিতে মিছিল ও বিক্ষোভ সমাবেশ উন্নয়ন ও কর্মক্ষেত্রে নৃবিজ্ঞানের ভূমিকা নিয়ে কুবিতে সেমিনার বিএনপি ক্ষমতায় এলে দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হবে: ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন তরুণরাই হচ্ছে আগামীদিনের বাংলাদেশের শক্তি: ডক্টর মোবারক হোসাইন বুড়িচংয়ে অবসরপ্রাপ্ত ৬ পুলিশ সদস্যকে রাজকীয় বিদায় সংবর্ধনা কুমিল্লার বুড়িচং-ব্রাহ্মণপাড়া-মিরপুর সড়ক উন্নয়ন ও প্রশস্তকরণে অংশীজন সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণপাড়ায় সড়কের ক্ষতি ও যানজট সৃষ্টি করায় ট্রাক্টর চালককে ১১ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিতঃ রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ৬ বার পঠিত

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি:
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সদ্য ঢালাইকৃত সড়কের ক্ষতি ও মালামাল নামিয়ে যানজট সৃষ্টি করার দায়ে একটি ট্রাক্টরের চালককে ১১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৩০ জুলাই) বিকেলে উপজেলা সদর এলাকার সরকারি খাদ্য গুদাম সংলগ্ন উপজেলা পরিষদ সড়কে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদ, থানা কমপ্লেক্স ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সড়কে অতিরিক্ত মাল বহন করা অভিযুক্ত ট্রাক্টরটি সড়কের ওপরেই পণ্য খালাস করছিল। এতে নতুন ঢালাই করা সড়কের ক্ষতি হয় এবং যান চলাচলে বিঘ্ন ঘটে। তাৎক্ষণিকভাবে পথচারী ও যানবাহনের চালকরা ক্ষোভ প্রকাশ করেন এবং প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন।
ইউএনও মাহমুদা জাহান ঘটনাস্থলে গিয়ে এর সত্যতার প্রমান পান। এসময় ভ্রাম্যমান আদালতে অভিযুক্ত চালককে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী ১১ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনার সময় ইউএনও মাহমুদা জাহান বলেন, ুসদ্য নির্মিত রাস্তায় এমন বেপরোয়া যানবাহন চলাচল একদিকে যেমন রাস্তার ক্ষতি করছে, অন্যদিকে জনদুর্ভোগ বাড়াচ্ছে। ভবিষ্যতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” এ সময় আনসার ও গ্রাম পুলিশ সদস্যরা অভিযান পরিচালনায় সহায়তা করেন।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD