1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বুড়িচংয়ে কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট ও সনদ বিতরণ - Dainik Cumilla
শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মওদুদের দায়ের করা মামলা করা মামলা প্রত্যাহার করতে সাইবার অপরাধীসহ সহ বিভিন্ন পেশার পরিচয়ে প্রদান করে নাসকতায় চেস্টায় পুনরায় থানায় জি ডি দায়ের ভবানীপুরে কৃষকদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দোষীকে গ্রেফতার না করা পর্যন্ত পুলিশের ইতিবাচক সংবাদ বর্জনের ঘোষণা মওদুদ আবদুল্লাহর প্রাণনাশের হুমকি দাতাদের খুঁজছে পুলিশ ব্রাহ্মণপাড়ায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত দাউদকান্দিতে ভাষা সৈনিক ড.জসিম উদ্দিন স্মরণে আলোচনা সভা ও দোয়া ব্রাহ্মণপাড়ায় দুদকের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ কুমিল্লার মুরাদনগরে উপদেষ্টা আসিফ সমর্থকদের সমাবেশে হামলা, সাংবাদিকসহ আহত ১০ বুড়িচংয়ে গোমতী নদীর বেরিবাঁধে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, উচ্ছেদ অভিযান শুরু নাঙ্গলকোটে সহায়তায় নির্মিত হতদরিদ্র বিধবার বাড়ি-ঘর দখল চেষ্টার অভিযোগ

বুড়িচংয়ে কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট ও সনদ বিতরণ

  • প্রকাশিতঃ বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ১০ বার পঠিত

গাজী জাহাঙ্গীর আলম জাবির:

বুড়িচংয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এবং মাদরাসার কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট ও সনদ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১১টায় বুড়িচং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগীতায় ফজলুর রহমান মেমোরিয়্যাল কলেজ অব টেকনোলজির হল রুমে ক্রেষ্ট ও সনদ বিরতণ অনুষ্ঠিত হয়।

বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর হোসেন এর সভাপতিত্বে ক্রেষ্ট ও সনদ বিতরণী অনুষ্ঠাণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ঢাকার ডিসেমিনেশন অন নিউ কারিকুলাম স্কিমের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ আল মামুন সরকার,সহকারী জেলা শিক্ষা অফিসার রিক্তা বড়ুয়া।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবদুল মান্নান।
বুড়িচং কালী নারায়ণ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জসিম উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন ফজলুর রহমান মেমোরিয়্যাল কলেজ অব টেকনোলজির অধ্যক্ষ মোহাম্মদ আবু তাহের, খাড়াতাইয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ মিজানুর রহমান,শংকুচাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান,ফকির বাজার স্কুলের পরিচালনা কমিটির সভাপতি ফারুক আহমেদ,ফজলুর রহমান মেমোরিয়্যাল কলেজ অব টেকনোলজির বিদ্যূৎসাহী সদস্য অধ্যাপক মোঃ অহিদুর রহমান, বুড়িচং মডেল একাডেমীর প্রধান শিক্ষক মোঃ কবির হোসেন প্রমুখ।
এসময় বিভিন্ন স্কুল,কলেজ, মাদরাসা ও ভোকেশনাল স্কুলের ছাত্রছাত্রী,শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, মাধ্যমিক স্কুলের ৯জন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ১১ জন, মাদরাসার ৭ জন ও ভোকেশনাল স্কুল থেকে ৪ জনসহ ৩১ জন কৃতি শিক্ষার্থীর হাতে ক্রেষ্ট ও সনদ তুলে দেন অনুষ্ঠাণের প্রধান অতিথি কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD