আবু কোরাইশ আপেল,দাউদকান্দি।।
কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার পথে বাস থামলে পানি কিনতে নেমে হত্যার শিকার হয়েছে খুন-মাদকসহ ২৩ হত্যা মামলার আসামী মামুন সম্রাট নামে এক মাদক ব্যবসায়ী। তাকে কয়েকদিন আগে যৌথ বাহিনী তার বাসা থেকে গ্রেফতার করেছিল। মামুন কুমিল্লার তিতাস উপজেলার শোলাকান্দি গ্রামের মুকবুল মেম্বার এর ছেলে। সে দাউদকান্দির গৌরীপুর ভূলিরপাড়ে বাসা ভাড়া নিয়ে থাকত।
শুক্রবার (২৬ জুলাই) রাত আনুমানিক সাড়ে এগারোটায় উপজেলার ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক সংলগ্ন গৌরীপুর বাসস্ট্যান্ডে হত্যাকান্ডের এ ঘটনা ঘটে। হত্যাকারীরা দ্রুততম সময়ে মামুন সম্রাটকে এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌছে পুলিশ মামুনের রক্তাক্ত নিথর দেহ দেখতে পায়। দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ জুনায়েত চৌধুরী জানান, ৩ নারীসহ মামুন সম্রাট কক্সবাজার যাওয়ার পথে – পথিমধ্যে গৌরীপুর বাসস্ট্যান্ডে গাড়ি থামে। এ সময় মামুন পানি কেনার জন্য নিচে নামলে আগ থেকে ঔৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। কিলিং মিশনে তিন থেকে চারজন অংশ নিয়েছে বলে জানা গেছে।
দাউদকা৷ন্দি থানার অফিসার ইনচার্জ জুনায়েত চৌধুরী আরও বলেন, নিহতের মাথায় ও গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। আঘাতের চিহ্ন দেখে ঘটনাটি পূর্বপরিকল্পিত বলে মনে হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখে বিস্তারিত জানা যাবে বলে তিনি জানান।
স্থানীয়রা জানান,মামুন গৌরীপুরে মাদক, সন্ত্রাসসহ কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করতো। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যার ঘটনাটি ঘটতে পারে।
এর আগে গত ১৩ মে মামুন সম্রাটকে গৌরীপুর ভূলিরপাড় ভাড়া বাসা থেকে বিপুল পরিমান মাদক ও অস্ত্রসহ সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযানে আটক করে। এর কিছু পরই সে জামিনে বের হয়ে আসে। তার বিরুদ্ধে হত্যা মাদকসহ দাউদকান্দি ও তিতাস থানায় ২৩টি মামলা রয়েছে বলে পুলিশ জানায়।