1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত - Dainik Cumilla
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
কুবি শিক্ষার্থীদের স্মারকলিপি: নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান নাঙ্গলকোটে গরু ঘাস খাওয়ার জেরে সন্ত্রাসী হামলা, ১০বাড়ি ভাংচুর চৌদ্দগ্রামে মব সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত মব সৃষ্টির প্রতিবাদে কুমিল্লায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ব্রাহ্মণপাড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত চৌদ্দগ্রামে ডাকাতিয়া নদীর পানিতে ডুবে কিশোরের মৃত্যু সুবর্ণ মনে করে গ্রিন সিগন্যাল, নাঙ্গলকোটে থামল না চট্টলা, ৪ জন সাময়িক বরখাস্ত তিতাসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আপত্তিকর স্লোগানের প্রতিবাদে বিক্ষোভ মিছিল কুমিল্লায় জুলাই শহীদদের স্মরণে নির্মিত হচ্ছে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নাঙ্গলকোটের বাঙ্গড্ডা এডুকেয়ার স্কুলে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধনা

ব্রাহ্মণপাড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ২ বার পঠিত

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি:
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৫। ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার (১৪ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মো. মনিরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল করিম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ইউনানি) ডা. মো. সোহেল রানা, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু এবং ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রেজাউল করিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিবার পরিকল্পনা পরিদর্শক মোশারফ হোসেন লিটন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. জাহিদ হাসান, খাদ্য নিয়ন্ত্রক উম্মে তামিমা মুন্নী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, পরিবার পরিকল্পনা বিভাগ ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।
আলোচনা সভা শেষে কর্মদক্ষতায় শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা উপসহকারী মেডিকেল অফিসার, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিরা।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মাহমুদা জাহান বলেন, তরুণ প্রজন্মকে সচেতন করে পরিবার পরিকল্পনা বিষয়ে যথাযথ জ্ঞান ছড়িয়ে দিতে হবে। নারী-পুরুষ উভয়ের সম্মিলিত অংশগ্রহণে স্বাস্থ্যবান, সুস্থ ও সচেতন একটি জাতি গঠন সম্ভব। পরিবার পরিকল্পনা শুধু একটি ব্যক্তিগত বিষয় নয়, এটি দেশের সামগ্রিক উন্নয়নের সঙ্গেও জড়িত।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD