1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
যতদিন ফ্যাসিবাদের সামান্য অস্তিত্ব বাংলাদেশে থাকবে ততদিন জামায়াতের কর্মীরা বিশ্রাম নিবো না-ডা. শফিকুর রহমান - Dainik Cumilla
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় চাঁদাবাজীর অভিযোগে ৩ রাজনৈতিক নেতাকে আটক করেছে যৌথ বাহিনী কুমিল্লায় আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২০ কুমিল্লার হোমনাসহ দেশের বিভিন্ন স্থানে মাজার, দরবার ও খানকা শরীফে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা ও বিচার দাবি: গাউছিয়া ইসলামিক মিশন মুরাদনগরে সড়ক দুর্ঘটনায় নিহতের ১ বছর পর যুবকের লাশ উত্তোলন কুমিল্লায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সুপারের পূজা মন্ডপ পরিদর্শন চৌদ্দগ্রামে বাড়তি বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটারের অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ কুমিল্লায় মাজার ভাঙচুর ও আগুনের ঘটনায় গ্রেপ্তার ২ ব্রাহ্মণপাড়ায় বাড়ছে স্ক্যাবিসের সংক্রমণ। চৌদ্দগ্রামে মেধা বিকাশ ইংলিশ লার্নিং স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত কুমিল্লা সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় বাজি জব্দ

যতদিন ফ্যাসিবাদের সামান্য অস্তিত্ব বাংলাদেশে থাকবে ততদিন জামায়াতের কর্মীরা বিশ্রাম নিবো না-ডা. শফিকুর রহমান

  • প্রকাশিতঃ শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ৭১ বার পঠিত

নেকবর হোসেন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিবাদ পুরাতন হোক বা নতুন হোক দেশের জনগণ তাদের ছাড় দিবে না। সুষ্ঠু নির্বাচনের জন্য জাতি প্রত্যাশা করছে, আমরা চৌদ্দ ও আঠারো’র মত সেসব নির্বাচন দেখতে চাই না, নির্বাচন নিয়ে অপকর্ম পরিকল্পনাকারীদের জন্য স্পষ্ট ভাষা মানুষ তাদের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছে আবার প্রয়োজন হলে রক্তের বিনিময়ে শতভাগ সফলতা ছিনিয়ে আনবে।
ছাত্র, শ্রমিক, জনতা ও যুবক ভাই’য়েরা অতীতে যেমন বুক চিতিয়ে লড়াই করে নিজেদের অধিকার আদায়ে জন্য এগিয়ে গিয়েছিল, তাদের অধিকার শতভাগ সফল করার জন্য যুবকদেরকে কে আমাদের বুকে ধারন করে সামনের দিক এগিয়ে নিয়ে যেতে হবে। প্রিয় তরুণ যুবক কৃষকদের জন্য এমন একটি বাংলাদেশ রেখে যেতে চাই যেখানে শান্তিতে তারা নিঃশ্বাস নিতে পারে।
শনিবার (৫ জুলাই) সকাল সাড়ে ৭টায় কুমিল্লা সদর উপজেলার আলেখারচর মোড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর উদ্যোগে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমীরে জামায়াত আরো বলেন, আল্লাহ ছাড়া কাউকে ভয় করা তাদের প্রয়োজন হবে না এবং সে আল্লাহর ভয়ের ভিত্তিতে যদি একটি দখলদার, চাঁদাবাজ, সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে হয়। তাহলে আল্লাহর আইনের বিকল্প কিছু নেই। যতদিন ফ্যাসিবাদের সামান্য অস্তিত্ব বাংলাদেশে থাকবে ততদিন জামায়াতের কর্মীরা বিশ্রাম নিবো না।
কুমিল্লা মহানগরীর আমীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা-৬ আসনের জামায়াতে ইসলামী মনোনিত সংসদ সদস্য প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ এর সভাপতিত্বে পথ সভায় উপস্থিত ছিলেন- মহানগরী জামায়াতের সেক্রেটারী মু.মাহবুবর রহমান, সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল, সিটি কাউন্সিলর মোশারফ হোসাইন, অফিস সম্পাদক, অধ্যাপক জাকির হোসেন, মহানগর জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি কাজী নজির আহম্মেদ, মহানগরীর কর্মপরিষদ সদস্য দেলোয়ার হোসেন সবুজ, মহানগর জামায়াত নেতা মু.নুরে আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
কুমিল্লা’য় আমীরে জামায়াতের আলেখারচর ও পদুয়ার বাজার বিশ্বরোডে পৃথক দুইটি পথসভা অনুষ্ঠিত হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD