1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ঈদকে সামনে রেখে ব্রাহ্মণপাড়ায় জমে উঠেছে পশুর হাট - Dainik Cumilla
বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে লাকসামে জামায়াতের গণমিছিল বৃষ্টি উপেক্ষা করে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণ চৌদ্দগ্রামে জুলাই শহীদ জামশেদ ও মাওলানা শাহাদাতের কবর জিয়ারত করলো জামায়াত নাঙ্গলকোটে বৃষ্টিতে ভিজে জামায়াতের গণমিছিলে জনতার ঢল চৌদ্দগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জামায়াতের গণমিছিল দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট সরকার মানুষের উপর অত্যাচার নির্যাতন চালিয়েছিল বৃষ্টি উপেক্ষা করে কুমিল্লায় হাজী ইয়াছিনের নেতৃত্বে বিএনপির বিজয় মিছিল কুমিল্লা শিক্ষাবোর্ডের উদ্যোগে শহীদের কবর জিয়ারত ও দোয়া ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কুবিতে আলোচনা সভা মুরাদনগরে গণঅভ্যুত্থানে নিহত পাঁচ শহীদের কবরে প্রশাসনের শ্রদ্ধা কুমিল্লায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‌্যালী

ঈদকে সামনে রেখে ব্রাহ্মণপাড়ায় জমে উঠেছে পশুর হাট

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১০৩ বার পঠিত
oplus_2
ব্রাহ্মণপাড়া প্রতিনিধি:
ঈদকে সামনে রেখে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় জমে উঠেছে কুরবানীর পশুর হাট। বৈরী আবহাওয়া উপেক্ষা করে ক্রেতা বিক্রেতাদের হাক ডাকে মুখরিত হাট প্রাঙ্গন। কোরবানি উপলক্ষ্যে পশু কেনা-বেচায় ব্যস্ত সময় পার করছেন কোরবানিদাতা ও বিক্রেতারা। ব্রাহ্মণপাড়া উপজেলার প্রায় সকল পশু উপজেলার বিভিন্ন হাট যেমন ধান্যদৌল, ব্রাহ্মণপাড়া, সেনের বাজার, সাহেবাবাদ, দুলালপুর, চান্দলা, রামনগর,  কান্দুঘর,সিদলাই, ষাটশালা, মালাপাড়া,মাধপপুর বাগড়া,হরিমঙ্গল, মাধপপুরের হাটে কেনা -বেচা হয়। এসকল হাট সপ্তাহে ২ দিন বসে।
এ বছর বড় গরুর চেয়ে মাঝারি ও ছোট পশুর চাহিদা বেশি। বেশিরভাগ ক্রেতা বিক্রেতা হাটে নিয়ে গরু ক্রয়-বিক্রয় করলেও কেউ কেউ খামার থেকেই গরু ক্রয়-বিক্রি করছেন। আবার অনেক ক্রেতা গরু কিনে রাখার মতো প্রয়োজনীয় জায়গা না থাকায় গৃহস্তের বাড়ি থেকে কিনে গৃহস্তের কাছে গরু রেখে আসেন। এবছর ভারতীয় গরু আমদানি বন্ধ থাকায় খুশি খামারি ও ব্যবসায়ীরা।
 সরজমিনে ঘুরে,  মঙ্গলবার উপজেলার চান্দলা সবুজপাড়া ও চারিপাড়া বাজারে গিয়ে দেখা যায়, বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে অনেক ক্রেতা-বিক্রেতার সমাগম হয়েছে বাজারে। গরু বিক্রী করতে আসা চান্দলা পদুয়া গ্রামের মানিক মিয়া বলেন, আমি ২ টি গরু বাজারে নিয়ে এসেছিলাম, দাম ভাল পাওয়ায় বিক্রী করে দিয়েছি। এখন দেখি, দামে মিললে কুরবানির জন্য গরু কিনে নিয়ে যাবো।
কুরবানীর জন্য (সোমবার) ধান্যদৌল বাজারে গরু কিনতে আসা এনামুল বলেন বলেন, গত বছরের চেয়ে এবার গরুর দাম একটু বেশি। এবছর ভারত থেকে গরু না আসায় দাম একটু বেশি বলে মনে করেন তিনি।
ধান্যদৌল গ্রামের গরু খামারি আশিকুর রহমান বলেন, আমার বেশিরভাগ গরু খামার থেকেই অনেকে কিনে নিয়ে গেছে। আরো ১০ টি গরু রয়েছে, এগুলো দুই একদিনের মধ্যে হাটে নিয়ে বিক্রি করে দেব। আশাকরি দাম ভাল পাবো, কারণ আগামী বুধ, বৃহস্পতি ও শুক্রবারে যেসব হাটবারের দিন ওই সকল হাটে কেনা বেচা অনেক ভাল হবে।
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার ইসমাইল হাসান বলেন, এ বছর ব্রাহ্মণপাড়ায় চাহিদার তুলনায় গরুর পরিমাণ অনেক বেশি আছে। এবছর কোরবানির জন্য ব্রাহ্মণপাড়ায় চাহিদা ৯/১০ হাজার গরু রয়েছে কিন্তু উৎপাদন প্রায় ১৫ হাজারের মতো রয়েছে বলে তিনি জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD