1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবীদ্বারে সাব্বির হত্যা মামলার আসামী ছাত্রলীগ নেতা হোসাইন গ্রেফতার - Dainik Cumilla
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০১ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লার চান্দিনায় আওয়ামী লীগের ৫ নেতা-কর্মী আটক কুমিল্লায় চাঁদাবাজীর অভিযোগে ৩ রাজনৈতিক নেতাকে আটক করেছে যৌথ বাহিনী কুমিল্লায় আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২০ কুমিল্লার হোমনাসহ দেশের বিভিন্ন স্থানে মাজার, দরবার ও খানকা শরীফে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা ও বিচার দাবি: গাউছিয়া ইসলামিক মিশন মুরাদনগরে সড়ক দুর্ঘটনায় নিহতের ১ বছর পর যুবকের লাশ উত্তোলন কুমিল্লায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সুপারের পূজা মন্ডপ পরিদর্শন চৌদ্দগ্রামে বাড়তি বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটারের অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ কুমিল্লায় মাজার ভাঙচুর ও আগুনের ঘটনায় গ্রেপ্তার ২ ব্রাহ্মণপাড়ায় বাড়ছে স্ক্যাবিসের সংক্রমণ। চৌদ্দগ্রামে মেধা বিকাশ ইংলিশ লার্নিং স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

দেবীদ্বারে সাব্বির হত্যা মামলার আসামী ছাত্রলীগ নেতা হোসাইন গ্রেফতার

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৯৭ বার পঠিত

দেবীদ্বার প্রতিনিধি:

কুমিল্লার দেবীদ্বারে সাব্বির হত্যা মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা হোসাইনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দিবাগত রাত ২টায় দেবীদ্বার থানার একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করেন।

হোসাইন আহমেদ হোসেন(৩৬) দেবীদ্বার পৌর এলাকার ছোট আলমপুর গ্রামের মৃতঃ আকামত আলীর পুত্র। সে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ দেবীদ্বার পৌর শাখার সাবেক যুগ্ম-আহবায়ক ও উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাব্বির হত্যা মামলার ৫৩ নম্বর আসামী।

গত বছরের ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সিএনজি চালক আমিনুল ইসলাম সাব্বির(১৮) গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হন। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সিএনজি চালক আমিনুল ইসলাম সাব্বির দেবীদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ি গ্রামের মৃতঃ আলমগীর হোসেনের পুত্র। ওই ঘটনায় দক্ষিণ ভিংলাবাড়ি গ্রামের মৃতঃ রবিস আলীর পুত্র ও নিহত সাব্বিরের মামা মো. নাজমুল হক বাদী হয়ে গত বছরের ১৪ সেপ্টেম্বর আদালতে ৯৯ জনকে এজহার নামীয় এবং অজ্ঞাতনামা আরো ১০০/১৫০ জনসহ ২৪৯ জনকে অভিযুক্ত করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-১১/১৬০, তারিখ- ১৪/০৯/২০২৫ইং। ওই হত্যা মামলার ৫৩ নং এজহারভূক্ত আসামী হোসাইন আহমেদ হোসেন(৩৬)।

হোসাইন আহমেদকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ। বলেন, গোপন সংবাদে সোমবার দিবাগত রাত ২টায় তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। হত্যা মামলা দায়েরের পর পলাতক ছিল, গতকালই সে বাড়ি আসে। আজ মঙ্গলবার (০৩ জুন) দুপুরে কুমিল্লা কোর্ট হাজতে চালান করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD