ব্রাহ্মণপাড়া প্রতিনিধি:
ভূমি সেবা সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ভূমি অফিসের উদ্যোগে সোমবার (২৬ মে) ব্রাহ্মণপাড়া ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ে এর আয়োজন করা হয়।
ভূমি বিষয়ক এসব প্রতিযোগিতায় উপজেলার সাহেবাবাদ লতিফা ইসমাইল উচ্চ বিদ্যালয়, ভগবান সরকারি উচ্চ বিদ্যালয় ও ব্রাহ্মণপাড়া ওশান হাইস্কুলের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। এসব প্রতিযোগিতায় ব্রাহ্মণপাড়া ওশান হাইস্কুলের শিক্ষার্থীরা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে। পরবর্তীতে বিজয়ীদের হতে পুরস্কার তোলে দেন অতিথিরা।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাগীব হাসান ও ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
এই প্রতিযোগিতার মাধ্যমে আগামী প্রজন্মকে ভূমি সেবার বিষয়ে সচেতন করে তোলার লক্ষ্য ছিল।