1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
মোবাইলে কথা বলার সময় ব্রাহ্মণপাড়ায় নির্মাণাধীন ভবনের পাঁচতলা থেকে পরে যুবকের মৃত্যু - Dainik Cumilla
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় চাঁদাবাজীর অভিযোগে ৩ রাজনৈতিক নেতাকে আটক করেছে যৌথ বাহিনী কুমিল্লায় আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২০ কুমিল্লার হোমনাসহ দেশের বিভিন্ন স্থানে মাজার, দরবার ও খানকা শরীফে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা ও বিচার দাবি: গাউছিয়া ইসলামিক মিশন মুরাদনগরে সড়ক দুর্ঘটনায় নিহতের ১ বছর পর যুবকের লাশ উত্তোলন কুমিল্লায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সুপারের পূজা মন্ডপ পরিদর্শন চৌদ্দগ্রামে বাড়তি বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটারের অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ কুমিল্লায় মাজার ভাঙচুর ও আগুনের ঘটনায় গ্রেপ্তার ২ ব্রাহ্মণপাড়ায় বাড়ছে স্ক্যাবিসের সংক্রমণ। চৌদ্দগ্রামে মেধা বিকাশ ইংলিশ লার্নিং স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত কুমিল্লা সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় বাজি জব্দ

মোবাইলে কথা বলার সময় ব্রাহ্মণপাড়ায় নির্মাণাধীন ভবনের পাঁচতলা থেকে পরে যুবকের মৃত্যু

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১৩৮ বার পঠিত

ব্রাহ্মণপাড়া  প্রতিনিধি:
মোবাইল ফোনে কথা বলার সময় কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নির্মাণাধীন ভবনের পাঁচতলা উপর থেকে পরে মো. নাজমুল হাসান (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ মে) সন্ধ্যা সাড়ে ৭টার সময় উপজেলা সদরের কলেজপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় ব্রাহ্মণপাড়া থানায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
নিহত মো. নাজমুল হাসান ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ সংলগ্ন এলাকার মো. ইউসুফ মিয়ার ছেলে।

প্রত্যক্ষদোষী ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যায় নাজমুল হাসান ও তার কয়েকজন বন্ধু কলেজপাড়া এলাকার একটি নির্মাণাধীন ভবনে আড্ডা দিতে উঠে। সাত তলা ওই ভবনের পাঁচতলায় তারা বন্ধুরা আড্ডা দেয় এবং লুডু খেলায়। সন্ধ্যা সাড়ে ৭টার সময় নাজমুলের মোবাইলে কল আসলে সে লুডু খেলা ছেড়ে সেখান থেকে একটু দূরে গিয়ে মোবাইলে কথা ফোনে কথা বলতে থাকে। এক পর্যায়ে কয়েকটি বিকট শব্দ শুনা যায়। এসময় নাজমুলের বন্ধুরা নাজমুলকে দেখতে না পেয়ে ডাকাডাকি করেন। তখন তার বন্ধুরা কোন সাড়াশব্দ না পেয়ে ওই ভবনের নিচতলায় গিয়ে দেখেন নাজমুল হাসান লিফটের জন্য রাখা জায়গায় দিয়ে পাঁচতলা থেকে নিচে পড়ে আছে। এসময় বন্ধুরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা ইউসুফ মিয়া বলেন, তাঁর বন্ধুরা আমাদের ফোনে জানায় নাজমুল হাসান এক্সিডেন্ট করেছে। এখন ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। খবরটি শুনে আমরা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে জানতে পারি নাজমুল হাসান কলেজপাড়ার একটি নির্মাণাধীন ভবনের পাঁচতলায় মোবাইল ফোনে কথা বলার সময় সেখান থেকে পড়ে মারা গেছে।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্ত ও সকল আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে। এছাড়া ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD