1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
মামলার আইও বললেন' আল্লাহ ভরসা' - Dainik Cumilla
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় চাঁদাবাজীর অভিযোগে ৩ রাজনৈতিক নেতাকে আটক করেছে যৌথ বাহিনী কুমিল্লায় আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২০ কুমিল্লার হোমনাসহ দেশের বিভিন্ন স্থানে মাজার, দরবার ও খানকা শরীফে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা ও বিচার দাবি: গাউছিয়া ইসলামিক মিশন মুরাদনগরে সড়ক দুর্ঘটনায় নিহতের ১ বছর পর যুবকের লাশ উত্তোলন কুমিল্লায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সুপারের পূজা মন্ডপ পরিদর্শন চৌদ্দগ্রামে বাড়তি বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটারের অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ কুমিল্লায় মাজার ভাঙচুর ও আগুনের ঘটনায় গ্রেপ্তার ২ ব্রাহ্মণপাড়ায় বাড়ছে স্ক্যাবিসের সংক্রমণ। চৌদ্দগ্রামে মেধা বিকাশ ইংলিশ লার্নিং স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত কুমিল্লা সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় বাজি জব্দ

মামলার আইও বললেন’ আল্লাহ ভরসা’

  • প্রকাশিতঃ রবিবার, ৪ মে, ২০২৫
  • ১৪৫ বার পঠিত

দৈনিক কুমিল্লা।।
কুমিল্লায় মওজুদ আবদুল্লাহ শুভ্র নামের এক মানবাধিকার কর্মী ও ক্ষুদ্র ব্যবসায়ীকে মামলা তুলে নেয়ার জন্য আদালত প্রাঙ্গনে ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে আসামী পক্ষের লোকজন।
রোববার ( ৪ মে) দুপুরে সাংবাদিকদের এসব কথা জানান ভুক্তভোগী ওই মানবাধিকার কর্মী। তিনি জানান, গত বছরের ৪ আগষ্ট রাতে এসময় বিগত আওয়ামী লীগের ১৩/১৪ জন সন্ত্রাসী ৫টি মোটরসাইকেল ও একটি সিএনজি চালিত অটোরিকশাতে এসে আমার অটোরিকশার গতিরোধ করে। এসময় সন্ত্রাসীরা আমার কাছে দশ লাখ টাকা চাঁদা দাবি করে। আমার সঙ্গে থাকা মোবাইল ও টাকা-পয়সা এবং ক্যামেরা, নগদ টাকা, মোবাইল ফোন ছিনিয়ে নেয়। তখন আমি তাদেরকে বলি দশ লাখ টাকা চাঁদা আমার পক্ষে দেয়া সম্ভব না। তখন তাদের মধ্যে কয়েকজন বলে, কুমিল্লার এই শহরে ব্যবসা করলে আমাদেরকে চাঁদা দিতে হয়। চাঁদা দিতে অস্বীকৃতি করলে তারা আমাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ছাত্র – জনতার হাতে বিগত আওয়ামী সরকার পতনের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির পুরোপুরি ঠিক না থাকার কারণে গত বছরের ১৯ আগষ্ট দ্রুত বিচার আইনে মামলা করি। ওই মামলা তুলে নেয়ার জন্য আসামী পক্ষের বাবু, আরিফ, সুমন,খায়ের, শাহেদ, ডেংগা মাসুম, নাহিদ, রফিক ও আনোয়ার মামলা তুলে নেয়ার জন্য ৭২ ঘন্টার আল্টিমেটাম দেয়।
মামলা তুলে না নিলে তারা আমাকে মেরে ফেলার হুমকি দেয়।

মওদুদ আবদুল্লাহ শুভ্র বলেন, আমি কোট ইন্সপেক্টর সাদেকুর রহমানকে মোবাইলে জানিয়েছি তিনি আমাদেরকে সাহায্য করতে আসতে পারেননি।

এ ব্যাপারে কোট ইন্সপেক্টর সাদেকুর রহমান বলেন, আমাকে কেউ কল দেয়নি।

কোতওয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মহিনুল ইসলাম বলেন আমি নিরাপত্তার জন্য পুলিশ ফোর্স পাঠানোর ব্যবস্থা করছি।

মামলার আইও এস আই খাজু মিয়া বলেন আল্লাহ ভরসা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD