1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
শ্রমিকদের অধিকার এখনো নিশ্চিত হয়নি -ড. সরওয়ার ছিদ্দিকী - Dainik Cumilla
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
চৌদ্দগ্রামে মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ ও বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা শ্রমিকদলের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বরযাত্রীর খাবার চুরি : বি‌য়ে নাক‌রেই ফি‌রে যা‌চ্ছিল বর আসিফর মাহমুদের বিরুদ্ধে মিছিলের প্রতিবাদে সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধীরা নাঙ্গলকোটে বলৎকারের পর শিশুকে হত্যা, কিশোর আটক ঢাকাস্থ ব্রাহ্মণপাড়া সমিতির উদ্যোগে যাকাত তহবিল থেকে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ব্রাহ্মণপাড়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালী কুমিল্লা সাংস্কৃতিক জোটের ধারাবাহিক নেতৃত্বের পালাবদল সম্পন্ন বর্ষসেরা সাংস্কৃতিক কর্মী হিসেবে সম্মাননা পেয়েছেন মোঃ আশিকুর রহমান শিশির শ্রমিকদের অধিকার এখনো নিশ্চিত হয়নি -ড. সরওয়ার ছিদ্দিকী

শ্রমিকদের অধিকার এখনো নিশ্চিত হয়নি -ড. সরওয়ার ছিদ্দিকী

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ২৮ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক,লাকসাম।। 

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি, কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি ডঃ সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী বলেছেন, আমাদের শ্রমিকদের অধিকার এখনো নিশ্চিত হয়নি, শ্রমিকদের কর্ম ঘন্টা নিশ্চিত হয়নি, ন্যায্য মজুরি নিশ্চিত হয়নি। এখনো শ্রমিকদের উপর অত্যাচার-নির্যাতন চলে। এদেশে লেবার কোর্ট আছে, লেবারদের জন্য শ্রম আইন আছে কিন্তু তার কার্যকারিতা নেই। এটা কখনো হবে না যতক্ষণ পর্যন্ত না ইসলামী সমাজ ও ইসলামী আইন বাস্তবায়ন হবে। এ জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদের আখেরাতের কল্যাণ ও অধিকার আদায়ে কাজ করছে। আর চৌদ্দশ বছর আগেই রাসূল (সা.) শ্রমিকদের অধিকার নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।
ড. সরওয়ার ছিদ্দিকী বলেন, নির্যাতিত, অধিকার বঞ্চিত কোন শ্রমিক যদি আইনী সহায়তা চায় তাহলে শ্রমিক কল্যাণ ফেডারেশন তার সম্পূর্ণ সহযোগিতা ও খরচ বহন করবে।
‘শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন অনিবার্য’ এ শ্লোগানকে সামনে রেখে পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লাকসাম পৌরসভা ও উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালি শেষে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
১লা মে (বৃহস্পতিবার) সকালে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম বাইপাস হাউজিং এস্টেট স্টেট জামে মসজিদের সামনে থেকে বিভিন্ন প্ল্যাকার্ড, নানা ধরনের ফেস্টুন সংবলিত বর্ণাঢ্য র‍্যালিটি বের হয়ে লাকসাম পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রদক্ষিণ করে ব্যাংক রোড চত্বরে সমাবেশে মিলিত হয়।
শ্রমিক কল্যাণ ফেডারেশন লাকসাম পৌরসভা সভাপতি মাষ্টার একেএম শাহ আলমের সভাপতিত্বে ও সেক্রেটারী মাঈনুদ্দিনের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, লাকসাম পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী, সেক্রেটারি মাওলানা মোহাম্মদ সহিদ উল্লাহ, শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি মাওলানা শাহাব উদ্দিন হায়দার, লাকসাম উপজেলা সভাপতি সাবেক সেনা কর্মকর্তা দেলোয়ার হোসেন, সেক্রেটারি রফিকুল ইসলাম, পৌরসভা ইসলামী ছাত্রশিবির সভাপতি নাজমুল ইসলাম। এ সময় লাকসাম পৌরসভা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD