1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
ব্রাহ্মণপাড়া চান্দলা ইসলামিয়া গাউছিয়া আলিম মাদ্রাসার সভাপতি হলেন অধ্যাপক মোহাম্মদ আমিরুল ইসলাম - Dainik Cumilla
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্রাহ্মণপাড়া চান্দলা ইসলামিয়া গাউছিয়া আলিম মাদ্রাসার সভাপতি হলেন অধ্যাপক মোহাম্মদ আমিরুল ইসলাম নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা বিএনপি নবগঠিত কমিটির পরিচিতি সভা যৌন নিপীড়নের অভিযোগে কুবির দুই শিক্ষককে পদাবনতি কুমিল্লায় বকশিসে টাকা ভাগাভাগি নিয়ে সহকর্মীকে হত্যার দায়ে আরেক সহকর্মীর যাবজ্জীবন কারাদণ্ড কুমিল্লায় আ. লীগ নেতা জাকির গ্রেপ্তার কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৭ কিলোমিটারজুড়ে তীব্র যানজট কুমিল্লা টেলিস্কোপের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদ্‌যাপন। কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে কমপ্লিট শাটডাউন ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজার মেশিনে মাটি উত্তোলন: এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক নির্মানে অনিয়ম, দুদকের অভিযান

ব্রাহ্মণপাড়া চান্দলা ইসলামিয়া গাউছিয়া আলিম মাদ্রাসার সভাপতি হলেন অধ্যাপক মোহাম্মদ আমিরুল ইসলাম

  • প্রকাশিতঃ বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ৫১ বার পঠিত

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি:

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ঐতিহ্যবাহী চান্দলা ইসলামিয়া গাউছিয়া আলিম মাদ্রাসা (এডহক) কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন চান্দলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মোহাম্মদ আমিরুল ইসলাম। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রজ্ঞাপনের নিয়মানুযায়ী সভাপতি পদসহ ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি অনুমোদিত হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের নির্দেশনায় রেজিস্টার (প্রশাসন) স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করে (৬ মাস) মেয়াদ উল্লেখ করে লিখিত পত্রে এ কমিটি অনুমোদন দেন। এ কমিটির অন্যান্যরা হলেন সদস্য সচিব অত্র মাদ্রাসার অধ্যক্ষ আবু ছালেহ মো. নুর মোহাম্মদ, সাধারণ শিক্ষক প্রতিনিধি মো. শাহাব উদ্দীন বিশ্বাস, অভিভাবক সদস্য আবুল কাসেম। মাদ্রাসা সংশ্লিষ্টরা বলেন, অধ্যাপক মোহাম্মদ আমিরুল ইসলাম ব্যক্তি হিসেবে সৎ, যোগ্য, দক্ষ ও বিনয়ী মানুষ। তিনি সভাপতি নির্বাচন হওয়াতে আমরা ও এলাকাবাসী অত্যন্ত আনন্দিত হয়েছি। আশা করছি তার মাধ্যমে শিক্ষার মানোন্নয়নে ও অবকাঠামোর ব্যাপক উন্নয়নের বিপ্লব ঘটবে। এবিষয়ে নব-নির্বাচিত এডহক কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আমিরুল ইসলাম বলেন, আমি সততার সাথে নিরলস পরিশ্রমের মধ্য দিয়ে এ মাদ্রাসার শিক্ষার মানোন্নয়নসহ সার্বিক দিকে উন্নয়ন করতে সবর্দা চেষ্টা করবো, ইনশাআল্লাহ। সার্বিক উন্নয়ন করার লক্ষে আমি যে দায়িত্ব পেয়েছি তা যেন সঠিকভাবে পালন করতে পারি। সেজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD