1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কোরিয়া-বাংলাদেশ রোটারির যৌথ অর্থায়নে চান্দলা কে.বি স্কুল এন্ড কলেজে ডিজিটাল ল্যাব স্থাপন - Dainik Cumilla
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় চাঁদাবাজীর অভিযোগে ৩ রাজনৈতিক নেতাকে আটক করেছে যৌথ বাহিনী কুমিল্লায় আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২০ কুমিল্লার হোমনাসহ দেশের বিভিন্ন স্থানে মাজার, দরবার ও খানকা শরীফে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা ও বিচার দাবি: গাউছিয়া ইসলামিক মিশন মুরাদনগরে সড়ক দুর্ঘটনায় নিহতের ১ বছর পর যুবকের লাশ উত্তোলন কুমিল্লায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সুপারের পূজা মন্ডপ পরিদর্শন চৌদ্দগ্রামে বাড়তি বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটারের অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ কুমিল্লায় মাজার ভাঙচুর ও আগুনের ঘটনায় গ্রেপ্তার ২ ব্রাহ্মণপাড়ায় বাড়ছে স্ক্যাবিসের সংক্রমণ। চৌদ্দগ্রামে মেধা বিকাশ ইংলিশ লার্নিং স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত কুমিল্লা সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় বাজি জব্দ

কোরিয়া-বাংলাদেশ রোটারির যৌথ অর্থায়নে চান্দলা কে.বি স্কুল এন্ড কলেজে ডিজিটাল ল্যাব স্থাপন

  • প্রকাশিতঃ সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ১৫০ বার পঠিত

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ার চান্দলা করিম বক্স হাই স্কুল এন্ড কলেজে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে আধুনিক কম্পিউটার ল্যাব উদ্বোধন করা হয়েছে। একইসাথে কৃতী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।

রোববার (২০ এপ্রিল) দক্ষিণ কোরিয়ার রোটারি ক্লাব অব ইলসান জাইয়ুরু এবং বাংলাদেশের রোটারি ক্লাব অব রমনা-এর যৌথ অর্থায়নে স্থাপিত এ ল্যাবটির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘের সাবেক বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রতিষ্ঠানটির কলেজ শাখার প্রতিষ্ঠাতা ড. রেজাউল করিম ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব ইলসান জাইয়ুরুর রোটারিয়ান দে এব কিম, রোটারিয়ান ইয়াং জে ইউন, রোটারিয়ান হাই ইউন জং, রোটারিয়ান ইয়ং ই ই, ও রোটারিয়ান. জং-ইয়ং কিম, প্রতিষ্ঠানটির অধ্যক্ষ রাখাল চন্দ্র শীল।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব রমনা বাংলাদেশের রোটারিয়ান সদস্যবৃন্দ, স্কুল ও কলেজের গভর্নিং বডির সদস্য, শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা। ল্যাব উদ্বোধনের পর কৃতী শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ ও উপহার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

এ সময় রোটারি ক্লাব অব ইলসান জাইয়ুরুর পক্ষ থেকে জানানো হয়, ুপিছিয়ে পড়া শিক্ষা প্রতিষ্ঠানের প্রযুক্তিগত অগ্রগতির জন্য আমরা একটি আধুনিক কম্পিউটার ল্যাব স্থাপন করেছি। চান্দলা করিম বক্স হাই স্কুল অ্যান্ড কলেজের সঙ্গে আমাদের একটি বন্ধন তৈরি হলো। ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে।”
অনুভূতি ব্যক্ত করতে গিয়ে কলেজের বিজ্ঞান বিভাগের কৃতী শিক্ষার্থী সুমাইয়া আক্তার বলেন, দ. কোরিয়ার উন্নত প্রযুক্তি আমাদের ল্যাবে স্থাপনের মাধ্যমে আমরা তথ্য প্রযুক্তির দিক দিয়ে বেশ এগিয়ে যেতে পারবো।

এ ছাড়া একটি আন্তর্জাতিক মানের পুরস্কার পেয়ে আমি আনন্দিত। এই অর্জন আমাকে প্রেরণা জোগাবে।
অধ্যক্ষ রাখাল চন্দ্র শীল বলেন, আমাদের স্কুল ও কলেজে প্রায় দুই সহস্রাধিক শিক্ষার্থী রয়েছে। তাদের জন্য যে ল্যাবটি ছিল তা পর্যাপ্ত নয়। দ. কোরিয়ান রোটারি ক্লাব অফ ইলসান জায়ূরু এবং রোটারি ক্লাব অব রমনা বাংলাদের রোটারিয়ানদের পৃষ্ঠপোষকতায় নতুন রূপ পেয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা অনেক উপকৃত হবে।
অনুষ্ঠানে বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় গাওয়া হয় বাংলাদেশের ও দক্ষিণ কোরিয়ার জাতীয় সংগীত। এই হৃদয়ছোঁয়া আয়োজনটি উপস্থিত অতিথিদের মনে গভীর ছাপ ফেলেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD