1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
বুড়িচংয়ে নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগ মিলে ছাত্রদল নেতার অফিস ভাঙচুর - Dainik Cumilla
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০২:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
লাকসামে পুলিশ কনস্টেবলকে কুপিয়ে জখম করলো স্বেচ্ছাসেবকদল নেতা চৌদ্দগ্রামের বদরপুরে মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত নাঙ্গলকোটে আনোয়ার ভূঁইয়া ফুটবল একাডেমির ডাবল এলইডি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত কুমিল্লা মহাসড়কে বিভিন্ন খাবারের হোটেলে যৌথ বাহিনীর অভিযান নাঙ্গলকোটের দৌলখাঁড় ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী ঢাকাস্থ ঢালুয়া ইউনিয়ন সমিতির ঈদ পুনর্মিলনী নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মীলনী কুমিল্লায় মহাসড়কের পাশ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার নাঙ্গলকোটে কৃষকদল নেতার বাড়িতে ছাত্রলীগ নেতার হামলা, হত্যা চেষ্টা ও অপহরণের হুমকি বুড়িচংয়ে নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগ মিলে ছাত্রদল নেতার অফিস ভাঙচুর

বুড়িচংয়ে নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগ মিলে ছাত্রদল নেতার অফিস ভাঙচুর

  • প্রকাশিতঃ বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ৩০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লা বুড়িচং উপজেলা ছাত্রদলের দলীয় কার্যালয়ে সন্ত্রাসী হামলা ও ভাঙচুর চালিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগ।

উপজেলা ছাত্রদলের সদস্য সচিবের অফিস ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উপজেলা ছাত্রদল সদস্য সচিব ইকবাল হোসেন বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন।

মঙ্গলবার (১ এপ্রিল) রাত ১০টায় বুড়িচং উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেনের নেতৃত্বে ২০- ২৫ জনের যুবলীগ-ছাত্রলীগ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ইকবাল হোসেনের অফিসে হামলা চালায়।

এ সময় হামলাকারীরা অফিসে প্রবেশ করে বিভিন্ন আসবাবপত্র, চেয়ার-টেবিল, দরজা জানালা ও থাই গ্লাস ভাঙচুর করে। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে লিখিত অভিযোগে বলা হয়েছে।

ছাত্রদল নেতা ইকবাল হোসেন কালবেলাকে জানান, রাতে তিনি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাজি জসীমউদ্দীনের গ্রামের বাড়ি বাগড়া এলাকায় নেতাকর্মীদের নিয়ে ঈদ পুর্নমিলনী অনুষ্ঠানে ছিলেন। এর মধ্যে মোবাইল ফোনে খবর পান তার অফিস ভাঙচুর করা হয়েছে।০

তিনি জানান, বুড়িচং উত্তর বাজারে তার রাজনৈতিক অফিস রয়েছে। হামলাকারীরা জুলাই-আগস্টের পর থেকে তাকে বিভিন্ন সময় হুমকি-ধামকি দিয়ে আসছে।

এদিকে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বুড়িচং উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা। তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

ঘটনার পর থেকে অভিযুক্ত যুবলীগ নেতা গা ঢাকা দিয়েছেন। তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, ঘটনার পরপর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD