1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
দাউদকান্দিতে আন্তঃজেলা ডাকাত দলের অস্ত্রসহ দুই সদস্য আটক, - Dainik Cumilla
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে কমপ্লিট শাটডাউন ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজার মেশিনে মাটি উত্তোলন: এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক নির্মানে অনিয়ম, দুদকের অভিযান কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে গাঁজা সরবরাহ করতে গিয়ে দর্শনার্থী নিজেই কারাগারে কুমিল্লায় বিভিন্ন বাহিনীর চাকরির নামে প্রতারণা চক্রের দালালসহ ১৩ জন গ্রেফতার লাকসামে নিখোঁজের ১ দিন পর পুকুরে মিলল ২ শিশুর মরদেহ নাঙ্গলকোটে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা কুমিল্লা নগরীর ২ মসল্লার মিলে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা কুমিল্লায় ছাত্র আন্দোলনে গুলি চালানো শুটার ফাহিমসহ বিভিন্ন মামলায় ১৩ জন গ্রেপ্তার কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর গুলি করা সেই ফাহিম গ্রেফতার

দাউদকান্দিতে আন্তঃজেলা ডাকাত দলের অস্ত্রসহ দুই সদস্য আটক,

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ৯৯ বার পঠিত

 

নেকবর হোসেন প্রতিনিধি
কুমিল্লার দাউদকান্দিতে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানের সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, ছয় রাউন্ড গুলি, একটি দেশীয় পাইপগান ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়।
গতকাল সোমবার (১০ মার্চ) সন্ধ্যায় দাউদকান্দির বিশ্বরোড এলাকায় জেলা গোয়েন্দা পুলিশের ডাকাতি প্রতিরোধ অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন দাউদকান্দি উপজেলার দাউদকান্দি উত্তর চরচারুয়া গ্রামের ইউনুছ মিয়ার ছেলে মো. মামুন (৩৭) ও চট্টগ্রামের ডবলমুড়িং থানার মৃত আলী আকবরের ছেলে মো. আরিফ (৩১)।
মঙ্গলবার (১১ মার্চ) জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান।
পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায় মামুন দাউদকান্দির মোহন পাম্প এলাকায় অবস্থান করছে। পরে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। জিজ্ঞাসাবাদে মামুন জানায়, তার বাড়ির বারান্দায় একটি বিদেশি পিস্তল তিন রাউন্ড গুলিসহ, একটি দেশীয় পাইপগান ও দুটি কার্তুজ গুলি রয়েছে। ডিবি পুলিশ তাৎক্ষণিকভাবে সেখানে অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করে। মামুনের স্বীকারোক্তি অনুযায়ী, পরে গৌরীপুর বাজার থেকে তার ভাগিনা মো. আরিফ (৩১)-কে গ্রেফতার করা হয়। আরিফের ভাড়া বাসা থেকে আরও একটি বিদেশি পিস্তল তিন রাউন্ড গুলিসহ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে মামুনের বিরুদ্ধে দাউদকান্দি থানায় ডাকাতি, নারী ও শিশু নির্যাতনসহ চারটি মামলা রয়েছে। সে রোড ডাকাতি দলের সক্রিয় সদস্য ও আরিফ নৌযান ডাকাতির সঙ্গে জড়িত ছিলো।
কুমিল্লা জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খানঁ বলেন, উদ্ধারকৃত অস্ত্র ব্যবহার করে এই দল একাধিক ডাকাতি ও সহিংস অপরাধের সঙ্গে জড়িত ছিল। জেলায় আমরা ১০ টি টিম সমন্বয় করে কাজ করছি। অপরাধ দমনে আমরা সর্বোচ্চ কাজ করার চেষ্টা করছি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD