1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় যানজট নিরসনে সড়কে ইউএনও, নানা উদ্যোগ - Dainik Cumilla
শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকাস্থ বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত কুমিল্লা-৯ নির্বাচনি আসন পুনর্বহাল ও খসড়া বাতিল দাবিতে মহাসড়ক অবরোধ জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে নাঙ্গলকোটে বিএনপির বিজয় র‌্যালী বুড়িচংয়ে মসজিদে নামাজরত যুবককে ছুরিকাঘাত: অভিযুক্ত ২ জন গ্রেপ্তার নাঙ্গলকোটে ইউপি সদস্য আলাউদ্দিন হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন আগামী দিনের বাংলাদেশ কীভাবে চলবে তা নির্বাচিত সংসদ সদস্য ও জনপ্রতিনিধিরাই ঠিক করবেন: ডা. জাহিদ হোসেন জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে লাকসামে জামায়াতের গণমিছিল বৃষ্টি উপেক্ষা করে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণ চৌদ্দগ্রামে জুলাই শহীদ জামশেদ ও মাওলানা শাহাদাতের কবর জিয়ারত করলো জামায়াত নাঙ্গলকোটে বৃষ্টিতে ভিজে জামায়াতের গণমিছিলে জনতার ঢল চৌদ্দগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জামায়াতের গণমিছিল

ব্রাহ্মণপাড়ায় যানজট নিরসনে সড়কে ইউএনও, নানা উদ্যোগ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১৬১ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া ( কুমিল্লা ) প্রতিনিধি
ব্যস্ততম কুমিল্লা-মিরপুর সড়কের যানজট নিরসনে বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসন। এরই অংশ হিসেবে মঙ্গলবার ( ৪ মার্চ ) বিকেলে কুমিল্লা-মিরপুর সড়কের বিভিন্ন অংশে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।

এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) মাহমুদা জাহান। পুলিশ ও আনসার সদস্যরা এতে সহযোগিতা করেন। এ সময় ইউএনও উপজেলার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট পরিদর্শন করেন। এ সময় তিনি রাস্তার দুপাশের ফুটপাতে অবৈধভাবে গড়ে ওঠা দোকান ও ভাসমান দোকান সরিয়ে দেন। সড়কে যত্রতত্র পার্কিং করা গাড়ি সরিয়ে দিয়ে পুনরায় গাড়ি যেন যত্রতত্র পার্কিং না করে সে বিষয়ে কঠোর হুঁশিয়ারি দেন। এ সময় তিনি যানজটমুক্ত ব্রাহ্মণপাড়া গড়ে তুলতে সকলের সহযোগিতা ও সচেতনতা কামনা করেন।

জানা গেছে, উপজেলাবাসীকে যানজটের ভোগান্তি থেকে রক্ষা করতে, পবিত্র মাহে রমজান শান্তিপূর্ণ পরিবেশে পালন ও আসন্ন ঈদুল ফিতর আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়। যানজট নিরসনের লক্ষ্যে কুমিল্লা-মিরপুর সড়কের দরিয়ারপাড়, সাহেবাবাদ, মিরপুর, মাধবপুর, নাইঘর মোড়, জিরো পয়েন্ট, সিরাজ মার্কেটের সামনেসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে গ্রাম পুলিশ নিয়োগ দেওয়া হয় এবং দায়িত্ব দেওয়া গ্রাম পুলিশদের তদারকি কঠোর ও জোরদার করার নির্দেশ দেওয়া হয়। কোনো ট্রাক যেন সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত ব্যস্ততম সড়কে প্রবেশ করতে না পারে এ ব্যাপারে কঠোর নির্দেশনা দেওয়া হয়। এছাড়াও যানজট নিরসনে সংশ্লিষ্ট চেয়ারম্যানদের ব্যানার, মাইকিং, ও প্রচারের মাধ্যমে বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়।

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) মাহমুদা জাহান বলেন, যানজট সমস্যার ভুক্তভোগী এ উপজেলার সকল শ্রেণি-পেশার মানুষ। অথচ এ যানজট সৃষ্টির ক্ষেত্রেও অনেকেই কোনো না কোনোভাবে দায়ী। এজন্য উপজেলার যানজট নিরসনে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। যানজটমুক্ত নিরাপদ সড়ক নিশ্চিত করতে সকলের সহযোগিতা প্রয়োজন। এ বিষয়ে নানা উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। যানজট নিরসনে প্রতিনিয়ত অভিযানের পাশাপাশি সচেতনতামূলজ প্রচারণাও চালানো হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD