1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
ব্রাহ্মণপাড়ায় যানজট নিরসনে সড়কে ইউএনও, নানা উদ্যোগ - Dainik Cumilla
শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্রাহ্মণপাড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার ও দোয়া মাহফিল কুমিল্লায় ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ আতশবাজি আটক কুমিল্লা আলিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মুফতি আব্দুল মতিনের প্রথম জানাজায় মুসল্লিদের ঢল ভিক্টোরিয়া কলেজ থিয়েটার (ভিসিটি)’র ইফতার মাহফিল সম্পন্ন মনোহরগঞ্জের বিপুলাসারে চাঁদা না পেয়ে প্রবাসীর উপর হামলা কুমিল্লায় বিজিবি’র অভিযানে ১ কোটি ১৯ লক্ষ টাকার অবৈধ ভারতীয় বাজি জব্দ নাঙ্গলকোটে ধর্ষণ মামলায় যুবলীগ নেতা শ্রীঘরে বিএনপির বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা হচ্ছে। যারা লুটপাট করছে তাদের কথা আসছে না -বরকত উল্লাহ বুলু কুমিল্লায় বিজিবি’র অভিযানে ৩৪ লক্ষ টাকা মূল্যের অবৈধ ভারতীয় বাজি জব্দ নামাজ পড়তে বের হয়ে লাশ হয়ে ফিরল কিশোর

ব্রাহ্মণপাড়ায় যানজট নিরসনে সড়কে ইউএনও, নানা উদ্যোগ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ৮০ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া ( কুমিল্লা ) প্রতিনিধি
ব্যস্ততম কুমিল্লা-মিরপুর সড়কের যানজট নিরসনে বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসন। এরই অংশ হিসেবে মঙ্গলবার ( ৪ মার্চ ) বিকেলে কুমিল্লা-মিরপুর সড়কের বিভিন্ন অংশে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।

এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) মাহমুদা জাহান। পুলিশ ও আনসার সদস্যরা এতে সহযোগিতা করেন। এ সময় ইউএনও উপজেলার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট পরিদর্শন করেন। এ সময় তিনি রাস্তার দুপাশের ফুটপাতে অবৈধভাবে গড়ে ওঠা দোকান ও ভাসমান দোকান সরিয়ে দেন। সড়কে যত্রতত্র পার্কিং করা গাড়ি সরিয়ে দিয়ে পুনরায় গাড়ি যেন যত্রতত্র পার্কিং না করে সে বিষয়ে কঠোর হুঁশিয়ারি দেন। এ সময় তিনি যানজটমুক্ত ব্রাহ্মণপাড়া গড়ে তুলতে সকলের সহযোগিতা ও সচেতনতা কামনা করেন।

জানা গেছে, উপজেলাবাসীকে যানজটের ভোগান্তি থেকে রক্ষা করতে, পবিত্র মাহে রমজান শান্তিপূর্ণ পরিবেশে পালন ও আসন্ন ঈদুল ফিতর আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়। যানজট নিরসনের লক্ষ্যে কুমিল্লা-মিরপুর সড়কের দরিয়ারপাড়, সাহেবাবাদ, মিরপুর, মাধবপুর, নাইঘর মোড়, জিরো পয়েন্ট, সিরাজ মার্কেটের সামনেসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে গ্রাম পুলিশ নিয়োগ দেওয়া হয় এবং দায়িত্ব দেওয়া গ্রাম পুলিশদের তদারকি কঠোর ও জোরদার করার নির্দেশ দেওয়া হয়। কোনো ট্রাক যেন সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত ব্যস্ততম সড়কে প্রবেশ করতে না পারে এ ব্যাপারে কঠোর নির্দেশনা দেওয়া হয়। এছাড়াও যানজট নিরসনে সংশ্লিষ্ট চেয়ারম্যানদের ব্যানার, মাইকিং, ও প্রচারের মাধ্যমে বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়।

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) মাহমুদা জাহান বলেন, যানজট সমস্যার ভুক্তভোগী এ উপজেলার সকল শ্রেণি-পেশার মানুষ। অথচ এ যানজট সৃষ্টির ক্ষেত্রেও অনেকেই কোনো না কোনোভাবে দায়ী। এজন্য উপজেলার যানজট নিরসনে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। যানজটমুক্ত নিরাপদ সড়ক নিশ্চিত করতে সকলের সহযোগিতা প্রয়োজন। এ বিষয়ে নানা উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। যানজট নিরসনে প্রতিনিয়ত অভিযানের পাশাপাশি সচেতনতামূলজ প্রচারণাও চালানো হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD