নিজস্ব প্রতিবেদক।। ভারতের ভাগলপুর থেকে আগত ৩০০ বছরের প্রাচীন প্রখ্যাত আউলিয়া হযরত শাহ্ নুরুদ্দীন আলক্বাদেরী প্রকাশ্যে হযরত বন্দীশাহ্ (র.) ওরস মোবারক শনিবার (১ ফেব্রুয়ারী) কুমিল্লা শাহপুর দরবার শরীফে অনুষ্ঠিত হবে। কুমিল্লা শাহপুর দরবার শরীফের প্রতিষ্ঠাতা গাউছে জামান ওয়াল মোজাদ্দেদে জামান শায়খুল কোররাহ্ হযরত মাওলানা শাহ্ সুফি ক্বারী গাজী আবদুস্ সোবহান আলক্বাদেরী (র.) কর্তৃক নির্ধারিত তারিখ মাঘ মাসের তৃতীয় শুক্রবারের পরের শনিবার অনুষ্ঠিত হয়ে আসছে। হযরত কেবলাহর উসুল অনুসারে প্রতি এই তারিখে ওরস শরীফ অনুষ্ঠিত হয়ে আসছে। ওরসের কর্মসূচীর মধ্যে রয়েছে, কোরআন তেলাওয়াত, মাজার শরীফ গোসল,গিলাফ চড়ানো,মাজার শরীফে ফুল নজরানা,রাতব্যাপী মিলাদ মাহফিল, কাসিদায়ে সোবহান থেকে কাসিদা পরিবেশন,জিকির আজকার,
সালাতুস সালাম এবং রোববার বাদ ফজর হযরত শাহ্ নুরুদ্দীন আলক্বাদেরী প্রকাশ্যে হযরত বন্দীশাহ্ (র.) ওরস শরীফের আখেরী মোনাজাত পরিচালনা করবেন হযরত শাহ্ আবদুস্ সোবহান আলক্বাদেরী (র) এঁর তৃতীয় শাহজাদা আলহাজ্ব শাহজাদা মাহবুব ইলাহ আলক্বাদেরী।
উল্লেখ্য হযরত বন্দীশাহ্ (র.) ওরস মোবারকের আগের রাত অর্থাৎ শুক্রবার দিবাগত রাতে
হযরত শাহ্ আবদুস্ সোবহান আলক্বাদেরী (র) নিজে সুলতানুল বাংলা হযরত শাহ্ জালাল ইয়েমেনী (রা) স্মরণে মাহফিল করেছেন সেই উসুল অনুযায়ী শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে শাহপুর দরবারে হযরত শাহ্ জালাল ইয়েমেনী (রা) স্মরণে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
এদিকে হযরত নুরুদ্দীন আলক্বাদেরী প্রকাশ্যে হযরত বন্দীশাহ্ (র.) ওরস মোবারককে কেন্দ্র করে আরেফে রাব্বানী শাহ্ আবদুস্ সোবহান রিসার্চ সোসাইটি বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে। হযরতের মাজার শরীফ জেয়ারত, ফুল নজরানা রিসার্চ সোসাইটির কার্যালয়ে মিলাদ মাহফিল পরিচালনা করবেন আরেফে রাব্বানী শাহ্ আবদুস্ সোবহান রিসার্চ সোসাইটির মাননীয় প্রতিষ্ঠাতা ও পরিচালক মোহাম্মদ রুহুল আমিন সাবের সোবহানী আলক্বাদেরী।