1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
দাউদকান্দিতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রীসহ ৩ জনের মৃত্যু - Dainik Cumilla
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
আজ বিশ্বকবির ১৬৪তম জন্মবার্ষিকী কুমিল্লায় ৪০ কোটি টাকা ব্যয়ে হচ্ছে আধুনিক ডিসি পার্ক’ ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতে এক পোল্ট্রি খামারী মালিককে জরিমানা কুমিল্লা বিআরটিএ অফিসে দুদকের অভিযান কুমিল্লার চৌদ্দগ্রামে মাদকের গোপন আস্তানায় সেনাবাহিনীর অভিযান, মাদকসহ আটক ৪ নেকবর হোসেন সুস্থভাবে বেঁচে থাকার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ বুড়িচং উপজেলার নতুন নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন দেবীদ্বারে টাকা লেনদেনের জেরে বন্ধুর হাতে বন্ধু খুন কুবি‘র বিজয় ২৪ হলে অভিযানে মাদক উদ্ধার, জড়িত ছাত্রলীগ নেতা ও ৩ শিক্ষার্থী কুমিল্লায় আড়াই বছরের শিশু নিখোঁজের একদিন পর ডোবা থেকে লাশ উদ্ধার

দাউদকান্দিতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রীসহ ৩ জনের মৃত্যু

  • প্রকাশিতঃ বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ১৪১ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লার দাউদকান্দিতে পৃথক সড়ক দুর্ঘটনায় চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীসহ তিনজনের মৃত্য হয়েছে। বুধবার সকালে উপজেলার হরিপুরে ও বিকেলে দাউদকান্দির গোমতী সেতুর ওপর এসব দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেল আনুমানিক ৫টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির মেঘনা-গোমতী সেতুর ওপর মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারায় দুই বন্ধু। নিহতরা হলেন- দাউদকান্দির ড. খন্দকার মোশাররফ হোসেন কলেজের প্রথম বর্ষের ছাত্র এবং পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. সালাহ উদ্দিনের ছেলে আরিফ উদ্দিন (১৮) এবং পৌরসদরের সবজিকান্দি চৌধুরী বাড়ির শহিদ উল্লাহর ছেলে ইতালি প্রবাসী সৈকত সরকার (১৮)। ঢাকাগামী লড়ির সঙ্গে সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকতৃা (ওসি) আবু ওবায়েদ জানান, লরির সঙ্গে ধাক্কায় মোটরসাইকেলের আরোহী দুইজনেই ঘটনাস্থলে নিহত হন। পরে পুলিশ তাঁদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এর আগে সকালে সকালে উপজেলার হরিপুর এলাকায় স্কুলে যাওয়ার সময় দ্রুতগামী সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হয় হরিপুর প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী শাকিলা (১০)। আহত শাকিলাকে স্থানীয় লোকজন দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে অবস্থার অবনতি হলে শাকিলাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঢাকা নেওয়ার পথে দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাবিলা উদ্দিন বলেন, দুর্ঘটনায় শাকিলার মাথা-মুখমণ্ডলসহ পুরো শরীরে গুরুতর আঘাত পায়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD