1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
দাউদকান্দিতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রীসহ ৩ জনের মৃত্যু - Dainik Cumilla
শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০১:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
ব্রাহ্মণপাড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার ও দোয়া মাহফিল কুমিল্লায় ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ আতশবাজি আটক কুমিল্লা আলিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মুফতি আব্দুল মতিনের প্রথম জানাজায় মুসল্লিদের ঢল ভিক্টোরিয়া কলেজ থিয়েটার (ভিসিটি)’র ইফতার মাহফিল সম্পন্ন মনোহরগঞ্জের বিপুলাসারে চাঁদা না পেয়ে প্রবাসীর উপর হামলা কুমিল্লায় বিজিবি’র অভিযানে ১ কোটি ১৯ লক্ষ টাকার অবৈধ ভারতীয় বাজি জব্দ নাঙ্গলকোটে ধর্ষণ মামলায় যুবলীগ নেতা শ্রীঘরে বিএনপির বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা হচ্ছে। যারা লুটপাট করছে তাদের কথা আসছে না -বরকত উল্লাহ বুলু কুমিল্লায় বিজিবি’র অভিযানে ৩৪ লক্ষ টাকা মূল্যের অবৈধ ভারতীয় বাজি জব্দ নামাজ পড়তে বের হয়ে লাশ হয়ে ফিরল কিশোর

দাউদকান্দিতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রীসহ ৩ জনের মৃত্যু

  • প্রকাশিতঃ বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ৭৫ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লার দাউদকান্দিতে পৃথক সড়ক দুর্ঘটনায় চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীসহ তিনজনের মৃত্য হয়েছে। বুধবার সকালে উপজেলার হরিপুরে ও বিকেলে দাউদকান্দির গোমতী সেতুর ওপর এসব দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেল আনুমানিক ৫টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির মেঘনা-গোমতী সেতুর ওপর মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারায় দুই বন্ধু। নিহতরা হলেন- দাউদকান্দির ড. খন্দকার মোশাররফ হোসেন কলেজের প্রথম বর্ষের ছাত্র এবং পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. সালাহ উদ্দিনের ছেলে আরিফ উদ্দিন (১৮) এবং পৌরসদরের সবজিকান্দি চৌধুরী বাড়ির শহিদ উল্লাহর ছেলে ইতালি প্রবাসী সৈকত সরকার (১৮)। ঢাকাগামী লড়ির সঙ্গে সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকতৃা (ওসি) আবু ওবায়েদ জানান, লরির সঙ্গে ধাক্কায় মোটরসাইকেলের আরোহী দুইজনেই ঘটনাস্থলে নিহত হন। পরে পুলিশ তাঁদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এর আগে সকালে সকালে উপজেলার হরিপুর এলাকায় স্কুলে যাওয়ার সময় দ্রুতগামী সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হয় হরিপুর প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী শাকিলা (১০)। আহত শাকিলাকে স্থানীয় লোকজন দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে অবস্থার অবনতি হলে শাকিলাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঢাকা নেওয়ার পথে দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাবিলা উদ্দিন বলেন, দুর্ঘটনায় শাকিলার মাথা-মুখমণ্ডলসহ পুরো শরীরে গুরুতর আঘাত পায়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD