1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
লাকসামে বিএনপির কর্মী সমাবেশ - Dainik Cumilla
বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ০২:০০ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকাস্থ বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত কুমিল্লা-৯ নির্বাচনি আসন পুনর্বহাল ও খসড়া বাতিল দাবিতে মহাসড়ক অবরোধ জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে নাঙ্গলকোটে বিএনপির বিজয় র‌্যালী বুড়িচংয়ে মসজিদে নামাজরত যুবককে ছুরিকাঘাত: অভিযুক্ত ২ জন গ্রেপ্তার নাঙ্গলকোটে ইউপি সদস্য আলাউদ্দিন হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন আগামী দিনের বাংলাদেশ কীভাবে চলবে তা নির্বাচিত সংসদ সদস্য ও জনপ্রতিনিধিরাই ঠিক করবেন: ডা. জাহিদ হোসেন জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে লাকসামে জামায়াতের গণমিছিল বৃষ্টি উপেক্ষা করে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণ চৌদ্দগ্রামে জুলাই শহীদ জামশেদ ও মাওলানা শাহাদাতের কবর জিয়ারত করলো জামায়াত নাঙ্গলকোটে বৃষ্টিতে ভিজে জামায়াতের গণমিছিলে জনতার ঢল চৌদ্দগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জামায়াতের গণমিছিল

লাকসামে বিএনপির কর্মী সমাবেশ

  • প্রকাশিতঃ শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ১৪৬ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক:

রাস্ট্র মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কুমিল্লার লাকসামে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭জানুয়ারী) বিকালে লাকসাম পৌরসভা সড়কে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির আহবায়ক মো. আবুল কালাম বলেন, আওয়ামী লীগ নেতারা বলে বেড়াতেন, তারা নাকি দেশে অনেক উন্নয়ন করেছেন। উন্নয়ন করলে পালালেন কেন।
তিনি বলেন, বিগত ১৬ বছর আওয়ামী লীগ সরকারের নির্যাতন, গুম, খুন, অত্যাচার আর লুটপাটের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। তাজুল ইসলাম ও তার বাহিনীর নির্যাতন, শামীম ওসমান ও জয়নাল হাজারীর বর্বরতাকেও হার মানিয়েছে।

তিনি বর্তমান অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলেন, আপনারা রাস্ট্র সংস্কার করছেন এটা ভালো কথা। সংস্কারের পাশাপাশি আগামী জুলাই -আগস্টের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করুন।
এসময় তিনি সমাবেশ আগত নেতাকর্মীকে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতে ৩১ দফা বাস্তবায়নের জন্য কাজ করার আহবান জানান।
লাকসাম পৌরসভা বিএনপির আহবায়ক আবুল হাশেম মানুর সভাপতিত্বে ও সদস্য সচিব বেলাল রহমান মজুমদার এবং যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান মানিকের যৌথ পরিচালনায় কর্মী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, লাকসাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ মজির আহমদ, লাকসাম উপজেলা বিএনপির সদস্য সচিব আবদুর রহমান বাদল, যুগ্ম আহবায়ক ডাঃ নুরুল্লাহ রায়হান, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন, লাকসাম উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহ আলম মোশারফ হোসেন মুশু প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক শাহ সুলতান খোকন, লাখলাকসাম উপজেলা যুবদলের সভাপতি জিল্লুর রহমান ফারুক, সেক্রেটারী আনিসুর রহমান দুলাল
,লাকসাম পৌরসভা যুবদলের আহবায়ক মাহবুবুল হক মনু,সদস্য সচিব আফজাল হোসেনসহ
লাকসাম উপজেলা ও পৌরসভা বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD