1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের সক্রিয় সদস্য মাইনুদ্দিন ডিবির হাতে আটক - Dainik Cumilla
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লার চান্দিনায় আওয়ামী লীগের ৫ নেতা-কর্মী আটক কুমিল্লায় চাঁদাবাজীর অভিযোগে ৩ রাজনৈতিক নেতাকে আটক করেছে যৌথ বাহিনী কুমিল্লায় আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২০ কুমিল্লার হোমনাসহ দেশের বিভিন্ন স্থানে মাজার, দরবার ও খানকা শরীফে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা ও বিচার দাবি: গাউছিয়া ইসলামিক মিশন মুরাদনগরে সড়ক দুর্ঘটনায় নিহতের ১ বছর পর যুবকের লাশ উত্তোলন কুমিল্লায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সুপারের পূজা মন্ডপ পরিদর্শন চৌদ্দগ্রামে বাড়তি বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটারের অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ কুমিল্লায় মাজার ভাঙচুর ও আগুনের ঘটনায় গ্রেপ্তার ২ ব্রাহ্মণপাড়ায় বাড়ছে স্ক্যাবিসের সংক্রমণ। চৌদ্দগ্রামে মেধা বিকাশ ইংলিশ লার্নিং স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের সক্রিয় সদস্য মাইনুদ্দিন ডিবির হাতে আটক

  • প্রকাশিতঃ বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ১২০ বার পঠিত

স্টাফ রিপোর্টার ।।
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের যে কয়েকটি গ্রুপে নেতৃত্বেের প্রথম সারিতে আছে তার মধ্যে রতন গ্রুপ অন্যতম। কুমিল্লার খ্যাতনামা কিশোর গ্যাং ‘রতন’ গ্রুপের অন্যতম সক্রিয় সদস্য মাইনুদ্দিন (২২)কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে কুমিল্লা নগরীর ঝাউতলা এলাকা থেকে গ্রেপ্তারকরেছে। গ্রেপ্তারকৃত মাইনুদ্দিন জেলার মুরাদনগর উপজেলার কালাডুমুর গ্রামের মৃত আইয়ুব আলীর পুত্র। এ সময় পুলিশ তার কাছ থেকে একটি ছুরি (চাকু) উদ্ধার করেছে।
মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ করিম খান।

জানা যায়, শুক্রবার  (৩ জানুয়ারি)  বিকেলে নগরের আলোচিত কিশোর গ্যাং ‘রতন গ্রুপের’ অন্তত ৩০ সদস্য চাপাতি, চায়নিজ কুড়াল, রামদাসহ দেশীয় বিভিন্ন অস্ত্র নিয়ে ভিক্টোরিয়া কলেজের সামনে রানীর দিঘীর পাড়ে মহড়া দেয়। এ সময় কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায় তারা। মুহূর্তের মধ্যে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিজেদের আধিপত্যের প্রভাবের জানান দিতে এভাবে মহড়া দিয়েছে তারা। খবর পেয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে তারা দ্রুত পালিয়ে যায়। এরই জের ধরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ কুমিল্লা নগরীর ঝাউতলা এলাকা থেকে কুমিল্লার কুখ্যাত কিশোর গ্যাং ‘রতন গ্রুপ’ এর অন্যতম সক্রিয় সদস্য মাইনুদ্দিনকে গ্রেপ্তার করেছে। এ সময় তার কাছ একটি কাচি উদ্ধার করেছে।
এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ করিম খান বলেন- কুমিল্লায় আলোচিত কিশোর গ্যাং ‘রতন গ্রুপের’ অন্যতম সদস্য মাইনুদ্দিনকে ধারালো ছুরিসহ গ্রেপ্তার করা হয়েছে। এই গ্রুপের অন্য সদস্যদেরকেও গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD