1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ভালুকায় রাতের আঁধারে গাছ কেটে ভূমি দখলের চেষ্টা - Dainik Cumilla
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় চাঁদাবাজীর অভিযোগে ৩ রাজনৈতিক নেতাকে আটক করেছে যৌথ বাহিনী কুমিল্লায় আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২০ কুমিল্লার হোমনাসহ দেশের বিভিন্ন স্থানে মাজার, দরবার ও খানকা শরীফে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা ও বিচার দাবি: গাউছিয়া ইসলামিক মিশন মুরাদনগরে সড়ক দুর্ঘটনায় নিহতের ১ বছর পর যুবকের লাশ উত্তোলন কুমিল্লায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সুপারের পূজা মন্ডপ পরিদর্শন চৌদ্দগ্রামে বাড়তি বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটারের অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ কুমিল্লায় মাজার ভাঙচুর ও আগুনের ঘটনায় গ্রেপ্তার ২ ব্রাহ্মণপাড়ায় বাড়ছে স্ক্যাবিসের সংক্রমণ। চৌদ্দগ্রামে মেধা বিকাশ ইংলিশ লার্নিং স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত কুমিল্লা সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় বাজি জব্দ

ভালুকায় রাতের আঁধারে গাছ কেটে ভূমি দখলের চেষ্টা

  • প্রকাশিতঃ সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ২১৯ বার পঠিত

হাবিব হাসান, ভালুকা (ময়মনসিংহ) :

ভালুকা রেঞ্জের হবিরবাড়ি মৌজায় গেজেট ভুক্ত ৪৩৮ নম্বর দাগে চেচুয়ারমোড় এলাকায় রাধুর ভিটা নামক স্থানে সজল ও মফিজের ভিটা থেকে রাতের অন্ধকারে কয়েক’শত গজারী ও অর্ধ শতাধিক আকাশমনি গাছ কেটে নিশ্চিহ্ন করতে কৌশলে আগুন ধরিয়ে দেন। সরেজমিনে গিয়ে দেখা গেছে একাধিক ভিটা থেকে গজারী ও আকাশমনি গাছ কেটে উক্ত স্থানে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে।

বন বিভাগ সুত্রে জানা গেছে, স্থানীয় প্রভাবশালী ও আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আব্দুর রশিদ তার লোকজন দিয়ে গাছ গুলো কেটে নিয়ে আগুণ লাগিয়ে দিয়েছে। তবে স্থানীয় অনেকেই নাম প্রকাশে অনিচ্ছুক বলেন, মুলত আসপাডা রশিদ বিভিন্ন সময়ে গেজেট ভুক্ত বনভূমি খাস খতিয়ানের জমি জাল জালিয়াতির মাধ্যমে নিজ নামে ভুয়া কাগজপত্র সংযোজন করে শত শত কোটি টাকার জমি দখল ও বিক্রি করেছেন এই ভূমিদস্যুর ভয়ে এলাকার সাধারণ মানুষ কিছু বলতে নারাজ।

এলাকাবাসীর দাবি এই ভূমিদস্যুর বিরুদ্ধে দুদক ও অন্যান্য সংস্থা তদন্তপূর্বক আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাচ্ছেন।

বন বিভাগের কর্মকর্তাদের ম্যানেজ করেই গাছ কেটে বন ভুমি দখল করছে, প্রায় সময় দেখা যায় বন বিভাগ রহস্য জনক ভূমিকা পালন করে। এক সময়কার গণগজারী বন বর্তমানে বিরানভূমিতে পরিনত হওয়ার একমাত্র কারণ হলো বন বিভাগের নিরবতা।

ভালুকা রেঞ্জ কর্মকর্তা (অতিরিক দায়িত্বপ্রাপ্ত) রইছ উদ্দিন বলেন, স্থানীয় প্রভাবশালী ও আশপাড়া পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আব্দুর রশিদ তার লোকজন দিয়ে সুকৌশলে গাছ কেটে আগুন দিয়ে পুড়িয় নিশ্চিহ্ন করে বন ভুমি দখলের পায়তারা করছে, ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে গাছগুলো উদ্ধার করি এঘটনায় আব্দুর রশিদে বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD