1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমন বাংলাদেশের শ্রেষ্ট উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত - Dainik Cumilla
বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় অবৈধ ভারতীয় চিংড়ির রেনুসহ ট্রাক জব্দ কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে হত্যা মামলার আসামি মাদকসহ আটক কুমিল্লা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ভরাসার ইঞ্জিনিয়ার এরশাদ গার্লস হাই স্কুলে জাতীয় কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন চৌদ্দগ্রামে মাটিকাটা গর্তে ডুবে ভাই বোনের মৃত্যু, স্বজনদের আহাজারি ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদল কমিটিকে স্বাগত জানিয়ে নাঙ্গলকোটে আনন্দ মিছিল ব্রাহ্মণপাড়ায় বাল্য বিবাহ, ইভটিজিং ও নারী নির্যাতনসহ সামাজিক অবক্ষয় প্রতিরোধে মতবিনিময় সভা বুড়িচংয়ে গাড়ি চাপায় অজ্ঞাত এক যুবক নিহত কুমিল্লা নগরীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে দুটি পরিবহন সার্ভিসকে জরিমানা

মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমন বাংলাদেশের শ্রেষ্ট উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত

  • প্রকাশিতঃ সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ৪৫৫ বার পঠিত

শামীম রায়হান, স্টাফ রিপোর্টার, দাউদকান্দি॥

বাবার পথ ধরে জনসেবা করার স্পৃহা ও সুপ্তবাসনা থেকে সেনাবাহিনী থেকে স্বেচ্ছায় চাকরি ছেড়ে জনগণের বন্ধু হতে রাজনৈতিক ময়দানে আসলেন দাউদকান্দি-মেঘনার ৩বারের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অবঃ) সুবিদ আলী ভূঁইয়া এমপি’র সুযোগ্য তনয় মেজর (অবঃ) মোহাম্মদ আলী।

বাবাকে অনুসরন করে অল্প সময়েই দাউদকান্দির সর্বস্তরের মানুষের মন জয় করে দুই বারের মতো উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন। অত্যান্ত নিষ্ঠার ও সততার সাথে তিনি জনগণের পাশে থেকে কাছ করছেন। জনসেবা পৌঁছে দিচ্ছেন জনগণের দোরগোড়ায়। করোনাকালীন সময়ে জনগণের কাছে গিয়ে করোনা প্রতিরোধে তিনি সাহসী ভূমিকা রেখেছেন। হয়েছেন জনতার প্রিয় মানবিক উপজেলা পরিষদ চেয়ারম্যান। অন্নহীনদের ঘরে ঘরে নিজেই পৌঁছে দিয়েছেন খাদ্যসামগ্রী। অসীম সাহসিকতার সাথে তিনি যেকোনো দুর্যোগকালীন সময়ে বিপন্ন মানুষের পাশে থাকেন।

প্রথমবার উপজেলা পরিষদ চেয়ারম্যান থাকাকালীন সময়ে তিনি চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন,যা এক বিরল সম্মাননা এই উপজেলাবাসিকে তিনি উপহার দিয়েছিলেন। দ্বিতীয় মেয়াদে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর করোনাকালীন সময়ে বীরত্বগাঁথা অবদানের জন্য তিনি চ্যানেল আই থেকে ‘শ্রেষ্ঠ সমাজসেবক’ এ্যাওয়ার্ড পেয়েছিলেন।মেজর (অবঃ) মোহাম্মদ আলী শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদাব রাখায় বাংলাদেশের শ্রেষ্ট উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

শ্রেষ্ট উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় রাজনৈতি,সামাজিক,পেশাজীবীসংগঠন ও দাউদকান্দি-মেঘনা উপজেলার সর্বস্তরের জনগন তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। দেশ সেরা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর মেজর (অবঃ) মোহাম্মদ আলী বলেন, এ গৌরব আমার একার নয়,আমার প্রান প্রিয় দাউদকান্দি বাসীর ভালোবাসা ও তাদের পূর্ন সহযোগিতা আজ আমি দেশ সেরা চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আল্লাহ আমাকে যতদিন বাঁচিয়ে রাখবে আমি দাউদকান্দি ও মেঘনা উপজেলা বাসীর সেবা করে যাবো ইনশাআল্লাহ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD