খলিলুর রহমান
ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ও চলচ্চিত্র নির্মাতা আনোয়ার হোসেন আলমের নির্দেশনায় সফলভাবে মঞ্চায়ন হয়েছে ‘হাল ছেড়ো না’ নাটক। সহযোগি নির্দেশনায় ছিলেন আশিকুর রহমান শিশির এবং পৃথুল দাস। নাটকটি তত্ত্বাবধানে ছিলেন জিতেন্দ্রনাথ তরফদার। সার্বিক সমন্বয়ে কাজ করেছেন সাব্বির আহমেদ এবং অনিক দেব।
“হাল ছেড়ো না” নাটকটি রচনা ও নাট্যরূপ দিয়েছেন হাসান তারেক। এটি মূলত মুক্তিযুদ্ধভিত্তিক ঘটনা প্রধান নাটক।
নাটকে মহান ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও বিজয় দিবস,তারপর থেকে দেশের সাম্প্রদায়িকতা,রাজনৈতিক উত্থান, তাদের কর্মকান্ড,জ্বালাও পোড়াও দেখানো হয়েছে। সবশেষে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির জয়গান দিয়ে,,দেশের সাম্প্রতিক পরিস্থিতি দূরীকরণ এর মেসেজ রেখে নাটকটির পরিসমাপ্তি হয়।