1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় চাচার বাসায় বেড়াতে এসে শিশুর মৃত্যু - Dainik Cumilla
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লার চান্দিনায় আওয়ামী লীগের ৫ নেতা-কর্মী আটক কুমিল্লায় চাঁদাবাজীর অভিযোগে ৩ রাজনৈতিক নেতাকে আটক করেছে যৌথ বাহিনী কুমিল্লায় আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২০ কুমিল্লার হোমনাসহ দেশের বিভিন্ন স্থানে মাজার, দরবার ও খানকা শরীফে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা ও বিচার দাবি: গাউছিয়া ইসলামিক মিশন মুরাদনগরে সড়ক দুর্ঘটনায় নিহতের ১ বছর পর যুবকের লাশ উত্তোলন কুমিল্লায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সুপারের পূজা মন্ডপ পরিদর্শন চৌদ্দগ্রামে বাড়তি বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটারের অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ কুমিল্লায় মাজার ভাঙচুর ও আগুনের ঘটনায় গ্রেপ্তার ২ ব্রাহ্মণপাড়ায় বাড়ছে স্ক্যাবিসের সংক্রমণ। চৌদ্দগ্রামে মেধা বিকাশ ইংলিশ লার্নিং স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

কুমিল্লায় চাচার বাসায় বেড়াতে এসে শিশুর মৃত্যু

  • প্রকাশিতঃ রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৯ বার পঠিত

 

মো. রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি ।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ার সদর এলাকায় বাড়ির ছাদের পাশে বিদ্যুতের লাইনে বিদ্যুতায়িত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার ( ১৫ ডিসেম্বর ) বিকেল ৫ টায় উপজেলা সদরের দেলোয়ার হোসেনের বাড়ির ছাদে এ ঘটনা ঘটে।

নিহত হওয়া শিশু জুনাইদ আহমেদ ( ১০ ) উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের সাহেবাবাদ এলাকার খালেক মেম্বার বাড়ির নুরুল আমিনের ছেলে। সে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

নিহতের পারিবার সূত্রে জানা যায়, জুনাইদ মা-বাবার সঙ্গে কুমিল্লা নগরীতে বসবাস করতো। সে সেখানকার একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। সে পঞ্চম শ্রেণির বার্ষিক পরীক্ষা শেষে রোববার বিকেলে ব্রাহ্মণপাড়ায় তার চাচা মুমিনুল হকের ভাড়া বাসায় বেড়াতে আসে। পরে সন্ধ্যার কিছুক্ষণ আগে বাসার ছাদের পাশে অরক্ষিত বিদ্যুতের তারে খেলারছলে জুনাইদ বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় স্থানীয় লোকজন ৯৯৯ নম্বরে কল করে বিদ্যুতের লাইন বন্ধ করান। পরে তাকে উদ্ধার করে বিল্ডিংয়ের ছাদে নিয়ে আসেন। তবে এরইমধ্যে শরীরের বিভিন্ন অংশ ঝলসে শিশু জুনাইদের মৃত্যু হয়।

এ ব্যাপারে নিহত জুনাইদের চাচা মুমিনুল ইসলাম বলেন, জুনায়েদ আমার ভাতিজা হয়। সে আমার ভাড়া বাসায় বেড়াতে আসে। ঘটনার দিন সন্ধ্যার একটু আগে তিনতলা ছাদের মধ্যে খেলতে গেলে বিদ্যুতের তারে পৃষ্ট হয়ে ঘটনাস্থলে সে মারা যায়।

এ ব্যপারে ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. দেলোয়ার হোসেন বলেন, বিদ্যুতের তারে পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান জুনাইদ নামে এক শিশু। আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃত শিশু জুনাইদের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD