জহিরুল হক বাবু।।
কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের নিয়ে আয়োজিত ১৬-তম মিডিয়া ক্রিকেট টুর্ণামেন্টে প্রথম ম্যাচ শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
প্রথম ম্যাচে অংশগ্রহন করেন গোমতী ওয়ারিয়র্স বনাম ডাকাতিয়া ডায়নামাইটস। টসে জিতে গোমতী ওয়ারিয়র্স এর অধিনায়ক সাদিক মামুন প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। গোমতী ওয়ারিয়র্স নির্ধারিত ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২২ রান সংগ্রহ করেন। দলের হয়ে সোহান ৪৬ রান, আবুল কালাম আজাদ ২২ রান ও স্বপন ১৮ রান করেন। ডাকাতিয়া ডায়নামাইটসের ইশতিয়াক ও রিয়াদ ওবাইদুল্লা ২ করে উইকেট নেন।
জবাবে ডাকাতিয়া ডায়নামাইটস ৮ উইকেট হারিয়ে ৪৯ রান করেন। দলের হয়ে ইশতিয়াক আহমেদ সর্বোচ্চ ২২ রান করেন। গোমতী ওয়ারিয়র্স এর স্বপন ও সুমন কবির ৩ টি করে উইকেট নেন।
প্রথম খেলায় ম্যান অব দা ম্যাচ এর গৌরব অর্জন করেন সোহান, সেরা বোলার স্বপন ও সেরা ব্যাটসম্যান সোহান।
ম্যাচ শেষে আয়োজক কমিটির প্রধান দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ও কুমিল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতুর উপস্থাপনায় আনুষ্ঠিক ভাবে প্রথম ম্যাচের পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা প্রেসক্লাবে সাবেক সভাপতি মাসুক আলতাফ চৌধূরী।
শনিবার এই মাঠেই গ্রুপ পর্যায়ের ৫ টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এবং রবিবার ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।