1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় মারামারি করায় বিদ্যালয় থেকে ৭ ছাত্রকে টিসি - Dainik Cumilla
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লার চান্দিনায় আওয়ামী লীগের ৫ নেতা-কর্মী আটক কুমিল্লায় চাঁদাবাজীর অভিযোগে ৩ রাজনৈতিক নেতাকে আটক করেছে যৌথ বাহিনী কুমিল্লায় আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২০ কুমিল্লার হোমনাসহ দেশের বিভিন্ন স্থানে মাজার, দরবার ও খানকা শরীফে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা ও বিচার দাবি: গাউছিয়া ইসলামিক মিশন মুরাদনগরে সড়ক দুর্ঘটনায় নিহতের ১ বছর পর যুবকের লাশ উত্তোলন কুমিল্লায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সুপারের পূজা মন্ডপ পরিদর্শন চৌদ্দগ্রামে বাড়তি বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটারের অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ কুমিল্লায় মাজার ভাঙচুর ও আগুনের ঘটনায় গ্রেপ্তার ২ ব্রাহ্মণপাড়ায় বাড়ছে স্ক্যাবিসের সংক্রমণ। চৌদ্দগ্রামে মেধা বিকাশ ইংলিশ লার্নিং স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

কুমিল্লায় মারামারি করায় বিদ্যালয় থেকে ৭ ছাত্রকে টিসি

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ১২৭ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ে ৭ ছাত্রকে প্রতিষ্ঠান পরিবর্তনের (টিসি) নির্দেশ দিয়েছেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয়ের সভাপতি স ম আজহারুল ইসলাম।
মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ আদেশ দেন তিনি।
বিদ্যালয়ের সূত্রে জানা গেছে, গত ১৪ নভেম্বর দুপুরে আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ফয়সাল আহমেদ টিফিনের সময় বাড়িতে যাওয়ার পথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দশম শ্রেণির ৭ জন ছাত্র ফয়সালকে আজম খান মাঠে এলোপাতাড়ি কিল ঘুষি মেরে গুরুতর আহত করে পালিয়ে যান। পরে নবম শ্রেণির ছাত্ররা ফয়সালকে উদ্ধার করে প্রধান শিক্ষকের রুমে নিলে প্রধান শিক্ষক তার অবস্থা গুরুতর দেখে ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে একদিন চিকিৎসার পর তার অবস্থা অবনতি হলে তাকে কুমিল্লা মেডিকেলে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক।

চিকিৎসারত অবস্থায় ফয়সালের মা ইয়াসমিন আক্তার বাদী হয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে বিচার চেয়ে আবেদন করলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বিচার বসে। সেখানে উপজেলা নির্বাহী অফিসার স ম আজহারুল ইসলাম সকলের বক্তব্য শুনে অভিযুক্ত অপরাধী দশম শ্রেণির ৭ ছাত্রকে টিসি প্রদান করার জন্য প্রধান শিক্ষককে নির্দেশ দেন।

এ ব্যাপারে শিবলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুল হক ভূঁইয়া জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দশম শ্রেণির ৭ জন শিক্ষার্থী নবম শ্রেণির এক শিক্ষার্থীকে এলোপাতাড়ি মেরে আহত করেছে। পরে আমি আহত শিক্ষার্থীকে দ্রুত ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করি। ছাত্রের মা বাদী হয়ে উপজেলা নির্বাহী অফিসারের বরাবর আবেদন করলে আজ সেটার বিচার হয়। এ সময় অভিযুক্ত দশম শ্রেণির ৭ ছাত্রকে টিসি প্রদান করার নির্দেশ দেন উপজেলা নির্বাহী অফিসার।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD