1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
কুমিল্লায় মারামারি করায় বিদ্যালয় থেকে ৭ ছাত্রকে টিসি - Dainik Cumilla
রবিবার, ১১ মে ২০২৫, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের নিমসার এলাকায় রড বুঝাই লরিকে বাসের ধাক্কা! নিহত -১,আহত- ১০ কুমিল্লার দাউদকান্দিতে আওয়ামী সুবিধাবাদীদের বিএনপিতে অনুপ্রবেশের চেষ্টা আওয়ামী লীগ নিষিদ্ধের খবরে কুবিতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ চৌদ্দগ্রাম উপজেলা চেয়ারম্যান আব্দুস সোবহান গ্রেফতার কুমিল্লার সাবেক এমপি সেলিনা ইসলাম গ্রেপ্তার কুমিল্লায় তরুন উদ্যোক্তা তৈরী করতে ‘ডিজিটাল গুরুর’ যাত্রা ব্রাহ্মণপাড়ায় সমলয় প্রদর্শনীর ধান কম্বাইন হারভেস্টারে কর্তনের উদ্বোধন কুমিল্লায় নানা আয়োজনে উদযাপিত হলো রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী নাঙ্গলকোটে যুবদলের তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ বাস্তবায়নের প্রস্তুতি সভা নাঙ্গলকোটে বিএনপি’র দু’ গ্রুপের সংঘর্ষ, আহত-১২

কুমিল্লায় মারামারি করায় বিদ্যালয় থেকে ৭ ছাত্রকে টিসি

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ৯২ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ে ৭ ছাত্রকে প্রতিষ্ঠান পরিবর্তনের (টিসি) নির্দেশ দিয়েছেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয়ের সভাপতি স ম আজহারুল ইসলাম।
মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ আদেশ দেন তিনি।
বিদ্যালয়ের সূত্রে জানা গেছে, গত ১৪ নভেম্বর দুপুরে আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ফয়সাল আহমেদ টিফিনের সময় বাড়িতে যাওয়ার পথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দশম শ্রেণির ৭ জন ছাত্র ফয়সালকে আজম খান মাঠে এলোপাতাড়ি কিল ঘুষি মেরে গুরুতর আহত করে পালিয়ে যান। পরে নবম শ্রেণির ছাত্ররা ফয়সালকে উদ্ধার করে প্রধান শিক্ষকের রুমে নিলে প্রধান শিক্ষক তার অবস্থা গুরুতর দেখে ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে একদিন চিকিৎসার পর তার অবস্থা অবনতি হলে তাকে কুমিল্লা মেডিকেলে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক।

চিকিৎসারত অবস্থায় ফয়সালের মা ইয়াসমিন আক্তার বাদী হয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে বিচার চেয়ে আবেদন করলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বিচার বসে। সেখানে উপজেলা নির্বাহী অফিসার স ম আজহারুল ইসলাম সকলের বক্তব্য শুনে অভিযুক্ত অপরাধী দশম শ্রেণির ৭ ছাত্রকে টিসি প্রদান করার জন্য প্রধান শিক্ষককে নির্দেশ দেন।

এ ব্যাপারে শিবলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুল হক ভূঁইয়া জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দশম শ্রেণির ৭ জন শিক্ষার্থী নবম শ্রেণির এক শিক্ষার্থীকে এলোপাতাড়ি মেরে আহত করেছে। পরে আমি আহত শিক্ষার্থীকে দ্রুত ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করি। ছাত্রের মা বাদী হয়ে উপজেলা নির্বাহী অফিসারের বরাবর আবেদন করলে আজ সেটার বিচার হয়। এ সময় অভিযুক্ত দশম শ্রেণির ৭ ছাত্রকে টিসি প্রদান করার নির্দেশ দেন উপজেলা নির্বাহী অফিসার।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD