লাকসাম প্রতিনিধি।। আজ লাকসাম উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের অশ্বতলা গ্রামে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ গোলাম ফারুক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক লাকসাম পৌরসভা বিএনপি, বিশেষ অতিথি ছিলেন মাস্টার মোস্তফা কামাল সহ উপজেলার বিএনপি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আহসান উল্লাহ কান্দিরপাড় ইউনিয়ন বিএনপি নেতা। উক্ত অনুষ্ঠানের আয়োজন করেন রমিজ রাজা বিএনপি নেতা ও প্রবাসী ব্যবসায়ী। অনুষ্ঠানে বিএনপির উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ ও কর্মীদের ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে অংশগ্রহণ করতে দেখা গেছে। প্রধান অতিথি সহ নেতৃবৃন্দ বলেন, স্বৈরাচারী হাসিনার পদত্যাগের পর বাংলার মানুষ স্বাধীনতা পেয়েছে। লাকসামে এখন চাঁদাবাজি টেন্ডারবাজি নেই। আমরা জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে আন্দোলন সংগ্রাম করছি। আমাদের নেতা সাবেক সংসদ সদস্য কর্নেল অব আনোয়ারুল আজিম, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পুনরায় ধানের শীষে ভোট দিবেন। বিএনপির নেতৃবৃন্দ তাদের বক্তব্যে আওয়ামী সরকারের নির্যাতনের বিভিন্ন ঘটনার বর্ণনা করেন।