1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
কুমিল্লায় একই দিনে জোড়া খুন - Dainik Cumilla
রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় চাঁদাবাজীর অভিযোগে ৩ রাজনৈতিক নেতাকে আটক করেছে যৌথ বাহিনী কুমিল্লায় আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২০ কুমিল্লার হোমনাসহ দেশের বিভিন্ন স্থানে মাজার, দরবার ও খানকা শরীফে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা ও বিচার দাবি: গাউছিয়া ইসলামিক মিশন মুরাদনগরে সড়ক দুর্ঘটনায় নিহতের ১ বছর পর যুবকের লাশ উত্তোলন কুমিল্লায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সুপারের পূজা মন্ডপ পরিদর্শন চৌদ্দগ্রামে বাড়তি বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটারের অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ কুমিল্লায় মাজার ভাঙচুর ও আগুনের ঘটনায় গ্রেপ্তার ২ ব্রাহ্মণপাড়ায় বাড়ছে স্ক্যাবিসের সংক্রমণ। চৌদ্দগ্রামে মেধা বিকাশ ইংলিশ লার্নিং স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত কুমিল্লা সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় বাজি জব্দ

কুমিল্লায় একই দিনে জোড়া খুন

  • প্রকাশিতঃ বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২০ বার পঠিত

 

নেকবর হোসেন ।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় একই দিনে জোড়া খুনকুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় রাকিব (৩৫) ও ইমাম হোসেন (১৭) নামে একই দিনে দুটি ভিন্ন ঘটনায় ২ জন খুন হয়েছেন।
বুধবার (২৫ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ এস এম আতিক উল্লাহ।
সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে তারা খুন হন। রকিব উপজেলার সাহেবাবাদ মধ্যপাড়া গ্রামের আঃ বারেকের ছেলে এবং ইমাম হোসেন পাশাপাশি বাড়ির মোঃ মান্নানের ছেলে।
দুই শিশুর মধ্যে ঝগড়াকে কেন্দ্র করে উপজেলার সাহেবাবাদ গ্রামে রাকিব এবং ফুটবল খেলাকে কেন্দ্র করে ঢাকার কুড়িল বিশ্বরোড এলাকায় ইমাম হোসেন খুন হন।
রাকিবের চাচা মফিজুল ইসলাম জানান, ২৩ সেপ্টেম্বর বিকেলে আমার ছেলে মনির এর শিশু সন্তান বাছির (৩) ও মামুনের শিশু সন্তান ইয়াসিন (৪) এর মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার খবর শুনতে পেয়ে আমার ভাতিজা এবং মেয়ের জামাই রাকিব রাত ৮ টায় বাড়িতে আসার সময় পথে মোঃ শাজাহান ও তার দুই ছেলে মামুন ও জসিম লাঠি দিয়ে এলোপাতাড়ি মাথায় গুরুতর আঘাত করে। আহত রাকিবকে নিয়ে আমরা ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে কুমেক হাসপাতালে প্রেরণ করে।তার অবস্থা আরও অবনতি দেখে কুমেকের কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ২৪ সেপ্টেম্বর ভোর ৪ টায় চিকিৎসাধীন অবস্থায় রাকিব মারা যায়। খবর পেয়ে গতকাল দুপুরে ব্রাহ্মণপাড়া থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে রাকিবের লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করে।
অপরদিকে খুন হওয়া ইমাম হোসেনের ফুফাতো ভাই সাইফুল ইসলাম জানান, ১৫/২০ দিন আগে ফুটবল খেলাকে কেন্দ্র করে ইমাম হোসেনের সাথে তার বর্তমান বাসস্থান ঢাকা বারিধারা ডিওএস এইচ এলাকায় ঝগড়া সৃষ্টি হয়। সেই ঝগড়াকে কেন্দ্র করে ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় তার অফিস থেকে ফোনে ডেকে নিয়ে রাত আনুমানিক ৮ টায় কুড়িল বিশ্বরোড এলাকায় তাকে এলোপাতাড়ি ছোঁড়া দিয়ে পেটে উপযপরি আঘাত করে খুন করে ফেলে রাখে।সেখান থেকে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। এ দুই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এব্যপারে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ এস এম আতিক উল্লাহ বলেন, গতকাল সাহেবাবাদ গ্রামে সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় রাকিব মারা যায়। এ বিষয়ে পরিবারের লোকজন ব্রাহ্মণপাড়া থানায় অভিযুক্তদের বিরুদ্ধে একটি হত্যা মামলার দাখিল করছেন। এ ছাড়া ইমান হোসেনের খুনটি যেহেতু ঢাকায় ঘটেছে, সেখানেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে যথাযথ কর্তৃপক্ষ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD