নেকবর হোসেন:
অবৈধভাবে ভারতে পাচারের সময় কুমিল্লায় ৮৫০ কেজি ইলিশ মাছ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার ( ১৫ সেপ্টেম্বর) ভোর ৫ টার দিকে ভারত-বাংলাদেশ সীমান্তের কাছাকাছি এলাকা কুমিল্লা আদর্শ সদর উপজেলার চাঁনপুর ব্রীজ এলাকা থেকে ইলিশ মাছগুলো জব্দ করা হয়।
একই দিন সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছ বিজিবির কুমিল্লা সেক্টরের ১০ ব্যাটালিয়ন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার সকালে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ কটকবাজার পোষ্টের দায়িত্বপূর্ণ এলাকা কুমিল্লা আদর্শ সদর উপজেলার চাঁনপুর ব্রীজ নামক স্থানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে বাংলাদেশ হতে ভারতে পাচারের প্রাক্কালে বাংলাদেশী ৮৫০ কেজি ইলিশ মাছ জব্দ করে বিজিবি। যার বাজার মূল্য ৯ লক্ষ ৫২ হাজার টাকা।