1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
ভিক্টোরিয়া কলেজে একমাসেও জমা হয়নি ছাত্র নির্যাতনের তদন্ত প্রতিবেদন - Dainik Cumilla
বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
চৌদ্দগ্রামে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে বিজিবি’র হাতে যুবক আটক জলাবদ্ধতা নিরসনে খাল খননকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে- বুড়িচংয়ে জেলা প্রশাসক রাস্তা শুধু ইট-পাথরের নয় এটা মানুষের জীবনরেখা: ডক্টর মোবারক হোসাইন লাকসামে সাংবাদিকদের হুমকিদাতাকে গ্রেপ্তার দাবিতে স্মারকলিপি মাদকসেবীর পক্ষে দাঁড়ালেন কুবির এক সমন্বয়ক ভর্তিচ্ছু শিক্ষার্থী সংকট; কুমিল্লা অঞ্চলে একাদশে ফাঁকা থাকবে দেড় লাখ আসন চাঁদাবাজির দায়ে লাকসামের সফিউল্লা যুবদল থেকে বহিষ্কার কুমিল্লায় মৃত আত্মীয়কে দেখতে যাওয়ার পথে দুর্ঘটনায় প্রাণ গেল নারীর বুড়িচংয়ে কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট ও সনদ বিতরণ চৌদ্দগ্রামে ব্যবসায়ী টিপু হত্যা, দুইজনের যাবজ্জীবন, ছয়জনের ১০ বছর কারাদণ্ড

ভিক্টোরিয়া কলেজে একমাসেও জমা হয়নি ছাত্র নির্যাতনের তদন্ত প্রতিবেদন

  • প্রকাশিতঃ রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪০ বার পঠিত

 

ভিক্টোরিয়া কলেজ প্রতিনিধি।।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। সাত কর্মদিবসের প্রতিবেদন ২৫ দিনেও জমা দিতে পারেনি তিন সদস্যের কমিটি। আহ্বায়ক জানিয়েছেন দ্রুতই তদন্ত প্রতিবেদনের কাজ শেষ হবে।

সূত্রমতে, গত ১২ জুলাই কলেজের ডিগ্রি ক্যাম্পাসে মিছিলের আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মিছিল থেকে তুলে নিয়ে কলেজের কবি নজরুল ইসলাম হল-এ মো. তামিম হোসেন নামের এক ছাত্রকে দু’ঘণ্টা নির্যাতন করে ছাত্রলীগের কিছু সন্ত্রাসী। ডিগ্রি প্রথম বর্ষের এ ছাত্রকে মুমূর্ষু অবস্থায় উদ্বার করে সদর হাসপাতালে পাঠায় পুলিশ ও হল কতৃপক্ষ। ১৬ জুলাই কলেজের কলা ভবনের সামনে কয়েকজন ছাত্রীকে লাঞ্ছিত করে কলেজ ছাত্রলীগ নেতারা৷

এ ঘটনার ঠিক একমাস পর ১২ আগস্ট তিন সদস্যের তদন্ত কমিটি করেন অধ্যক্ষ। ৬০২ নং সংশোধিত অফিস আদেশে দেখা যায়, হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ মনিরুল ইসলামকে আহবায়ক এবং রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ ফারুক আহাম্মদ ও ব্যবস্থপনা বিভাগের সহকারী অধ্যাপক গোলাম জিলানীকে সদস্য করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি গঠনের দিন থেকে সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য অনুরোধ করেছিলেন প্রশাসন। যা এক মাসেও শেষ করতে পারেনি তদন্ত কমিটির সদস্যরা।

আহত তামিম হোসেনের বাবা আলী আসাদ বলেন, দুই মাস হয়ে গেলো বিচার পেলাম না। কলেজ অধ্যক্ষ হাসপাতালে দেখতে যায়নি। আমি সাহায্যের জন্য কলেজে গিয়েছিলাম, সাহায্য করেনি। স্যারদের কাছে বিচার পাবো কিনা? তাও জানি না।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ সাংবাদিক সমিতির সভাপতি আবু সুফিয়ান বলেন, গত চার বছরে ডজনের বেশী নির্যাতনের অভিযোগ অধ্যক্ষের নিকট করে কোন বিচার পাওয়া যায়নি। যদি তামিম বিচার পায়, তাহলে এটি হবে প্রথম উদাহরণ।

তদন্ত কমিটির আহবায়ক হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ মনিরুল ইসলাম বলেন, আমরা পারলে আজকেই তদন্ত রিপোর্ট দিয়ে দিতাম। কিন্তু তদন্ত চলমান রয়েছে। তবে আশা করছি দ্রুতই তদন্ত প্রতিবেদনের কাজ শেষ হবে।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান বলেন, আমি কলেজে নাই, তারা কিভাবে তদন্ত প্রতিবেদন জমা দিবে। তদন্ত প্রতিবেদন করতে হলে তো তদন্ত কমিটির সদস্যরা আমার সাথে বসতে হবে। তারা তো আমার সাথে বসতে পারছে না।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD