1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
বন্যায় ক্ষতির পরিমাণ দেখে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে-কুমিল্লায় বস্ত্র ও পাট উপদেষ্টা - Dainik Cumilla
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৬:১১ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় বকশিসে টাকা ভাগাভাগি নিয়ে সহকর্মীকে হত্যার দায়ে আরেক সহকর্মীর যাবজ্জীবন কারাদণ্ড কুমিল্লায় আ. লীগ নেতা জাকির গ্রেপ্তার কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৭ কিলোমিটারজুড়ে তীব্র যানজট কুমিল্লা টেলিস্কোপের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদ্‌যাপন। কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে কমপ্লিট শাটডাউন ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজার মেশিনে মাটি উত্তোলন: এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক নির্মানে অনিয়ম, দুদকের অভিযান কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে গাঁজা সরবরাহ করতে গিয়ে দর্শনার্থী নিজেই কারাগারে কুমিল্লায় বিভিন্ন বাহিনীর চাকরির নামে প্রতারণা চক্রের দালালসহ ১৩ জন গ্রেফতার লাকসামে নিখোঁজের ১ দিন পর পুকুরে মিলল ২ শিশুর মরদেহ

বন্যায় ক্ষতির পরিমাণ দেখে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে-কুমিল্লায় বস্ত্র ও পাট উপদেষ্টা

  • প্রকাশিতঃ রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৯ বার পঠিত

নেকবর হোসেন

বস্ত্র ও পাট উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, বন্যার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। ক্ষতির পরিমাণ দেখে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে। এবার রাজনৈতিক আবহ না থাকায় ক্ষতিগ্রস্তরা তাদের প্রাপ্য পাবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
শনিবার কুমিল্লার বুড়িচং উপজেলা সদরে আয়োজিত বন্যাদুর্গতদের জন্য সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্পে জরুরি চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান কর্মসূচি পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এর আগে চৌদ্দগ্রামের শ্রীপুরে বন্যাদুর্গতদের চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ পরিদর্শনকালে উপদেষ্টা বলেন, বন্যা-পরবর্তী সময়ে চর্মরোগসহ বিভিন্ন পানিবাহিত রোগ ছড়ায়। গ্রাম পর্যায়ে এই রোগগুলোর জন্য প্রয়োজনীয় ওষুধ অনেক সময় পাওয়া যায় না। এ পরিস্থিতে বন্যাকবলিত এলাকাগুলোতে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করতে তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
এ সময় কুমিল্লা সেনানিবাসের ব্রিগেডিয়ার জেনারেল আবু সাইদ আল মাসুদ, অতিরিক্ত পুলিশ সুপার কামরান আহমেদ, বুড়িচং ইউএনও সাহিদা বেগমসহ সেনাবাহিনীর পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD